• মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৮:২৫    ঢাকা সময়: ০৪:২৫

যেভাবে বানাবেন গরুর মাংসের তেহারি

দেশকন্ঠ ডেস্ক : ছোটবেলায় মায়ের হাতের মজার মজার সব খাবার ছাড়া অন্য কিছু মুখেই রুচতোনা। জীবিকার তাগিদে সুদূর আমেরিকায় এসে উপায়ন্তর না দেখে বেঁচে থাকার তাগিদে নিতে হল রান্নার হাতে খড়ি। শত ব্যাস্ততার কারনে শিখতে হয়েছে শর্টকাট পদ্ধতি। গরুর মাংসের তেহারি শর্টকাটে রান্না হয় এবং খেতে মজাদার বলে এটাই রান্না হতো বেশি। তো যারা ব্যাচেলর উৎসবে আজকের রেসিপি। তা হলে আসুন জেনে নেয়া যাক গরুর মাংসের তেহারি বানাবেন যেভাবে।

উপকরন :

মাংস মেরিনেটের জন্য

    গরুর মাংস ১ কেজি (হাঁড় ছাড়া )
    সরিষার তেল ১/২ কাপ
    আদা বাটা ২ টেবিল চামচ
    রসুন বাটা ১ টেবিল চামচ
    টক দই ১/২ কাপ
    তেহারি মশলা
    লবন পরিমানমতো
    চিনি ১/২ টেবিল চামচ
    পেঁয়াজ বেরেস্তা ১/২ কাপ

সরিষার তেল ১/৪ কাপ (রান্নার সময়)

পেঁয়াজ কুঁচি ১/২ কাপ (রান্নার সময়)

তেহারি মশলা :

    শুকনা মরিচ ৪ টি
    দারুচিনি ২ টুকরা (মাঝারি আকৃতি)
    এলাচ ৪-৫ টি
    তেজপাতা ২ টি
    ধনিয়া গুঁড়া ১ চা চামচ
    জিরা গুঁড়া ১ চা চামচ
    জয়ফল গুঁড়া ১/২ চা চামচ
    জয়িত্রী গুঁড়া ১/৪ চা চামচ
    সাদা/ কালো গোলমরিচ ১/২ চা চামচ

পোলাওর জন্য:

    কালিজিরা পোলাওর চাল ৪ কাপ (৬৫০ গ্রাম)
    কেওড়া জল ১ চা চামচ
    কাঁচা মরিচ ৫-৬ টি
    সরিষার তেল ৪ টেবিল চামচ
    আস্ত জিরা ১/৮ চা চামচ

নির্দেশনা :

১। তেহারি মশলা সব একসাথে গুঁড়া করে নিন।

২। মাংস ছোট টুকরা করে কেটে ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

৩। মাংসের সাথে তেহারি মশলা, আদা বাটা, রসুন বাটা, টক দই, লবন, চিনি, পেঁয়াজ বেরেস্তা এবং ১/২ কাপ সরিষার তেল মিশিয়ে নিন।

৪। মেরিনেট করা মাংস ৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

৫। পাত্রে ১/৪ কাপ সরিষার তেল গরম করে পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেঁজে নিন।

৬। এবার মেরিনেট করা মাংস এর মধ্যে দিয়ে দিন। মাঝারি আঁচে ১০ মিনিট রান্না করুন।

৭। প্রয়োজনে পরিমানমতো পানি যোগ করুন। মাংস সিদ্ধ হয়ে ঝোল ঘন হওয়া পর্যন্ত রান্না করুন।

৮। মাংসগুলোকে তেল এবং ঝোল থেকে আলাদা করে তুলে একটি প্লেটে রাখুন।

৯। আলাদা একটি পাত্রে ৪ টেবিল চামচ সরিষার তেল গরম করুন। তেল গরম হলে এতে কিছু কাঁচা মরিচ  ও আস্ত জিরা গুলো দিয়ে দিন।

১০। আগে থেকে ভিজিয়ে রাখা সুগন্ধি পোলাও চাল ঢেলে দিয়ে মাঝারি আঁচে ৩ মিনিট ভেজে নিন।

১১। এবার আলাদা করে রাখা মাংসের তেল এবং মশলা চালের মধ্যে দিয়ে দিয়ে আরও ২ মিনিটের মতো ভেজে নিন।

১২। এখন ৪ কাপ চালের জন্য ৮ কাপ গরম পানি যোগ করুন। স্বাদ মতো লবন দিন।

১৩। পাত্রের ঢাকনা দিয়ে দিন এবং বলক উঠা পর্যন্ত অপেক্ষা করুন।

১৪। বলক উঠে গেলে এ পর্আযায়ে এসে আলাদা করে তুলে রাখা মাংসগুলো দিয়ে দিন। নিম্ন আঁচে ১০ মিনিট বা পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করুন।

১৫।  পানি শুকিয়ে গেলে ঢাকনা তুলে কেওড়া জল এবং কাঁচা মরিচ দিয়ে দিন। নিম্ন আঁচে আরও ১০ মিনিট চুলার উপর রেখে দিন।

১৬। এর মাঝে ১ থেকে ২ বার রান্নার পাত্র উপর নিচে করে হালকা ঝাকিয়ে নিন যাতে করে পোলাও এবং মাংস ভালোভাবে মিশে যায়।

১৭। গরুর মাংসের তেহারি পরিবেশনের জন্য তৈরি। শসা, কাঁচা পেঁয়াজ এবং লেবুর সাথে পরিবেশন করুন।
দেশকন্ঠ /এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।