• বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৭:২৮    ঢাকা সময়: ১৭:২৮

বগুড়া কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

দেশকন্ঠ প্রতিবেদন : বগুড়া জেলা কারাগারে সজল দাস (৪৫) নামে সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) রাত ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত সজল দাস শেরপুর উপজেলার দক্ষিণ শাহপাড়া এলাকার গয়েন দাসের ছেলে। তিনি মাদক মামলায় ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন। 
 
জেল সুপার আনোয়ার হোসেন জানান, ২০১৮ সালে মাদক সেবনের মামলায় ছয় মাসের জেল হয় সজলের। গত বছরের ১৪ ডিসেম্বর তাকে বগুড়া কারাগারে প্রেরণ করা হয়। রোববার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সজলকে দ্রুত শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বগুড়া ছিলিমপুর (মেডিকেল) ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক(এএসআই) রকিবুল হাসান বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। আগামীকাল ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।