• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১২:৫২    ঢাকা সময়: ২২:৫২

এক হালি ডিম ১০ হাজার টাকা

দেশকন্ঠ প্রতিবেদন : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কবরস্থানের উন্নয়নের জন্য দান করা এক হালি ডিম ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রাম এলাকায় গত শনিবার (২৮ জানুয়ারি) রাতে এক ওয়াজ মাহফিলে নিলামে ওই ডিম বিক্রি হয়। সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার মধ্য চারিগ্রাম কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ মাঠের সভাপতি মোনতাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রাম এলাকায় কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ মাঠের উদ্যোগে গত শনিবার (২৮ জানুয়ারি) ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এতে ওই এলাকায় শত শত  লোকের সমাগম হয়। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন হেমায়েতপুর জয়নাবাড়ী মসজিদের খতিব মুফতি আশেকে এলাহী। বক্তব্যকালে তিনি কবরস্থানের উন্নয়নের জন্য মাহফিলে উপস্থিত এলাকাবাসীর কাছে সহযোগিতা আহ্বান করেন।
 
এ সময় মাহফিলে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি তার সামর্থ্য অনুয়ায়ি চারটি (এক হালি) ডিম ওই কবরস্থানের উন্নয়নের জন্য দান করেন। এরপর দানকৃত ওই এক হালি ডিম নিলামে তোলেন মুফতি আশেকে এলাহী। এরপর নিলামে প্রথমে একজন ২০০ টাকা দাম হাঁকান। পরে অনেকে হাজার টাকাও হাঁকান। তবে মাহফিলে আসা হাসান বেপারী নামে এক ব্যক্তি ওই ডিমগুলোর দাম এক লাফে ১০ হাজার টাকা হাঁকান। পরে তার হাতে এক হালি ডিম তুলে দেওয়া হয়। মধ্য চারিগ্রাম কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ মাঠের সভাপতি মোনতাজ উদ্দিন বলেন, আমাদের কবরস্থান ও ঈদগাহ মাঠের উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করি। সেখানে প্রধান বক্তা এক ব্যক্তির দানকৃত এক হালি ডিম কবরস্থানের উন্নয়নের জন্য নিলামে তোলেন। নিলামে অনেকে অংশ নেন। শুরুতে ২০০ টাকা নিলামে ওই ডিম ওঠে। পরে মাহফিলে আগত অনেকে বিভিন্ন দর হাঁকেন। অবশেষে হাসান বেপারী নিলামে ওই এক হালি ডিম ১০ হাজার টাকায় কিনে নেন। ভালো কাজে সব সময় আল্লাহ বরকত দান করেন বলে তিনি জানান।
 
নিলামে এক হালি ডিম ১০ হাজার টাকায় কিনে নেওয়া হাসান বেপারী বলেন, বাজারের দোকান থেকে এক হালি ডিম ৪০ থেকে ৪৫ টাকায় কিনতে পারি। তবে মাহফিলে আসার পর এক ব্যক্তি কবরস্থানের উন্নয়নের জন্য চারটি ডিম দান করেছেন শুনে খুব ভালো লাগে। ওই ডিমগুলো নিলামে ওঠার পর আমিও নিলামে অংশ নিই এবং ১০ হাজার টাকায় এক হালি ডিম কিনি। আসলে ডিম কেনাটা বড় কথা নয়, একটি ভালো কাজে শরিক হলাম। মাহফিলে নগদ ১০ হাজার টাকা দিয়ে ওই ডিম কিনে নিই। প্রয়াত মা-বাবার জন্য সবার কাছে দোয়া কামনায় ও কবরস্থানের উন্নয়নে এই দান করেছি। 
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।