• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৮:৪৮    ঢাকা সময়: ১৮:৪৮

বাসমতি চালের শাহি বিফ বিরিয়ানি বানাবেন যেভাবে

দেশকন্ঠ ডেস্ক : বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রাঁধতে অনেকেই পারেন না। কারণ অনেকেরই বিরিয়ানি বেশি নরম হয়ে যায়, কারো আবার চাল সেদ্ধ হয় না। যারা এ ধরনের সমস্যায় পড়েছেন তারা এ রেসিপিটি অনুসরণ করুন। এতে সহজেই হয়ে যাবে বাসমতি চালের মজাদার শাহি বিফ বিরিয়ানি। আসুন তবে জেনে নেয়া যাক বাসমতি চালের শাহি বিফ বিরিয়ানি বানাবেন যেভাবে।

যা যা লাগবে :

১। গরুর মাংস ১/২ কেজি ২। বাসমতি চাল ২ কাপ ৩। কালো এলাচ ২ টা ৪। সাদা এলাচ ৪-৫ টা ৫। লং ৫-৬ টা ৬। গোলমরিচ ৮-১০টা ৭।কাবাব চিনি ৩-৪টা ৮। দারুচিনি ১টা ৯। তেজপাতা ১-২টা ১০। ধনে গুঁড়ো ১/২ চা চামচ ১১। আস্ত জিরা ১/২ চা চামচ ১২। জয়ফল-জয়ত্রি গুঁড়ো ১/২ চা চামচ ১৩। মরিচ গুঁড়ো ১/২ চা চামচ ১৪। লবণ স্বাদ মত ১৫। দই ১/২ কাপ ১৬। কেওরা জল ২ চা চামচ ১৭। তেল পরিমাণমতো ১৮। পেঁয়াজ কুচি ১/২ কাপ ১৯। আদা বাটা ১ টেবিল চামচ ২০। রসুন বাটা ১/২ টেবিল চামচ ২১। কাঁচা মরিচ ৭/৮টা ২২। ঘি ২-৩ চা চামচ ২৩। লেবুর রস ১ টেবিল চামচ ২৪। পেঁয়াজ বেরেস্তা অল্প ২৫। চিনি সামান্য

যেভাবে বানাবেন :

১। প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি সোনালি করে ভেজে মাংস সহ (দই, চিনি, কেওড়া জল, ঘি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ বাদে) সব মশলা দিয়ে কষিয়ে রান্না করতে হবে।

২। রান্না শেষের দিকে দই, চিনি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে ঝোল মাখা মাখা হলে নামিয়ে ফেলতে হবে। এবার অন্য একটি প্যানে বা রাইস কুকারে বাসমতি চাল, স্বাদমত লবণ, ২ চা চামচ ঘি, লেবুর রস আর পরিমাণমতো পানি দিয়ে রাইস রান্না করে নিতে হবে।

৩। রাইস রান্না হয়ে গেলে কিছু রাইস তুলে নিয়ে বিফ ঢেলে দিয়ে পেঁয়াজ বেরেস্তা, ঘি, কাঁচা মরিচ ছিটিয়ে দিয়ে বাকি রাইসটা ওপর থেকে দিয়ে দমে দিতে হবে ২০-৩০ মিনিটের মতো। রাইস কুকারে করলে অন করে দিতে হবে।

৪। প্রায় ২০-৩০ মিনিট পর রাইসটা হাল্কা মিক্স করে নিলে হয়ে যাবে মজার বিফ বিরিয়ানি। চুলায় করলে কম আঁচে দম দিতে হবে। বিশেষ দ্রষ্টব্য যেহেতু চালে আমরা তেল দিচ্ছি না তাই মাংসে পর্যাপ্ত তেল দিতে হবে। মাংসে লবন থাকবে, এ জন্য চালে লবণটা অল্প দিতে হবে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।