• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১২:৩৩    ঢাকা সময়: ২২:৩৩

মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনের ফল প্রকাশ

দেশকন্ঠ প্রতিবেদন : মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন (২০২৩-২০২৪) সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ৩৪২ জন ভোটারের মধ্যে ৩৪১ জন ভোট দেন। ভোট গণনা শেষে রাত ১১টার দিকে নির্বাচনী চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এতে আওয়ামী লীগ ৫টি, বিএনপি ৯টি ও স্বতন্ত্র প্রার্থী ১টি পদে জয়লাভ করেছেন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. জাকারিয়া মোল্লা (বিএনপি) ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাসুদ আলম (স্বতন্ত্র)। এছাড়াও সহ-সভাপতি পদে খান মোহাম্মদ খলিলুল্লাহ জসিম (আ.লীগ), রিয়াজুল ইসলাম মানিক (আ.লীগ), সহ-সাধারণ সম্পাদক আকলিমা আক্তার সুপ্তি (বিএনপি), কোষাধ্যক্ষ হযরত আলী (আ.লীগ), লাইব্রেরি সম্পাদক মমিনুল হক চৌধুরী (বিএনপি), দপ্তর সম্পাদক শাখাওয়াত হোসেন সুজন (বিএনপি), সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোস্তাফা (বিএনপি), মহিলা বিষয়ক সম্পাদক অনন্যা ইসলাম (বিএনপি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গাজী শাহরিয়ার রকি (আ.লীগ)।
 
কার্যকরী সদস্যদের মধ্যে প্রথম হয়েছেন মো. নূর হোসেন (বিএনপি), দ্বিতীয় হয়েছেন সাইফুল বিন আলী সাগর (বিএনপি), তৃতীয় হয়েছেন মাহাবুব ঢালী (বিএনপি), চতুর্থ হয়েছেন ফয়সাল আহাম্মেদ প্রিন্স (আ.লীগ) বিজয়ী হয়েছেন। আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নাছিমা আক্তার। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন হান্নান জুয়েল, জাকারিয়া ইসলাম কাঞ্চন, হোসেন আলী ও আখতারুজ্জামান আবুল।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।