• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৭:৪০    ঢাকা সময়: ০৩:৪০

সংসার নিয়ে অশান্তিতে অভিনেত্রী রাখি

  • বিনোদন       
  • ০২ ফেব্রুয়ারি, ২০২৩       
  • ৬৬
  •       
  • ১০:১৭:৪২

দেশকন্ঠ প্রতিবেদন : মাসকয়েক আগে ‘বিগ বস’ খ্যাত টেলি তারকা আদিল দুরানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী রাখি সায়ান্ত। কিন্তু বছর না ঘুরতেই এরই মধ্যে দেখা দিয়েছে তাদের দাম্পত্য সম্পর্কের টানাপড়েন। ‘সংসার নিয়ে অশান্তিতে আছি, আমাকে আমার বিয়ে বাঁচাতে হবে’ এমনটাই স্বীকারোক্তি এই অভিনেত্রীর। আলোকচিত্রীদের সামনেই অকপটে এ কথা বলেছেন টেলি দুনিয়ার বিতর্কিত এই তারকা। সম্প্রতি আদিল আলি দুরানির সঙ্গে বিয়ে নিয়ে একাধিকবার শিরোনামে উঠে এসেছেন রাখি সায়ান্তের। গত বছর মে মাসে আদিলের সঙ্গে বিয়ে হলেও চলতি বছরের জানুয়ারি মাসে প্রথম প্রকাশ্যে আসে তাদের বিয়ের খবর। 
 
রাখির মায়ের অসুস্থতা ও আদিলের পরিবারের কথা ভেবে তারা বিয়ের খবর গোপন রেখেছিলেন বলে দাবি করেন এই দম্পতি। তবে বিয়ের খবর প্রকাশ্যে আসার পরেও রাখিকে নিজের স্ত্রী হিসেবে স্বীকার করতে চাননি আদিল। অবশেষে সালমান খানের ফোনের পর রাখিকে স্ত্রীর মর্যাদা দেন আদিল। সাংবাদিকদের সামনে এসে রাখি ও আদিল জানান, সুখে সংসার করতে চান তারা। তার পর ২৮ জানুয়ারি রাখির জীবনে ঘনিয়ে আসে অন্ধকার। ক্যানসারের সঙ্গে দীর্ঘদিনের লড়াইয়ের পর প্রয়াত হন রাখির মা জয়া ভেদা। রাখির মায়ের প্রয়াণের পরে তার শেষকৃত্যের সময়ে রাখির পাশেই ছিলেন আদিল।
 
যুগলের ভক্তরা ভেবেছিলেন, এবার হয়তো সত্যিই আদিলের সঙ্গে সংসার করবেন রাখি। তার দিন কয়েকের মধ্যেই ফের বিপর্যয়ের আশঙ্কা। ‘ভীষণ অশান্তিতে আছি, বিয়ে কোনও ছেলেখেলার বিষয় নয়।’ রাখির চোখেমুখে স্পষ্ট উদ্বেগ। ‘ভগবান কেন আমাকে তুলে নেন না!’ সামাজিক মাধ্যমে এমন পোস্ট করেন টেলি তারকা। যদিও সামাজিকমাধ্যমে অনেকেই এই আচরণকে ‘নাটক’, ‘ভাঁওতাবাজি’ বলে আখ্যা দিয়েছেন।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।