• মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৯:২০    ঢাকা সময়: ০৫:২০

পাঠান : দীপিকার সঙ্গে যে মুহূর্তটি শাহরুখের প্রিয়

  • বিনোদন       
  • ০৫ ফেব্রুয়ারি, ২০২৩       
  • ৭০
  •       
  • ২২:৫৯:৪১

দেশকন্ঠ ডেস্ক : শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’। গত ২৫ জানুয়ারি থেকে বিশ্বের ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই শত কোটির ক্লাবে পা রাখে এটি। প্রথম সপ্তাহে শুধু ভারতে সিনেমাটি ৩০০ কোটি রুপির বেশি আয় করে ভেঙে দিয়েছে ভারতের ৯টি সিনেমার (হিন্দি) রেকর্ড। এই জয়রথ এখনো চলমান। মুক্তির ১১ দিনেও তার ব্যত্যয় ঘটেনি।

শাহরুখ খান মাঝে মাঝে টুইটারে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। ‘পাঠান’ মুক্তির আগেও প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন তিনি। মুক্তির পর ‘পাঠান’ সিনেমার যখন জয়রথ চলমান, ঠিক তখন নেটিজেনদের মুখোমুখি হলেন কিং খান। আর এসময় ‘পাঠান’ সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন এই বলিউড বাদশা।

ভক্তদের একজন প্রশ্ন করেন, ‘‘পাঠান’ সিনেমার শুটিংয়ের সময়ের সেরা মুহুর্ত কোনটি?’’ উত্তরে শাহরুখ খান লিখেন, ‘আমি ও দীপিকা পেশাদারভাবে একটি লকার খোলার চেষ্টা করছিলাম। আমরা বোকার মতো সবকিছু ফেলে দিয়েছিলাম। যখন লাফ দিই, তখন তালা-চাবিও হারিয়ে ফেলি।’

২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমা প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।