• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৪:৩৬    ঢাকা সময়: ০০:৩৬

দুর্বল ইঞ্জিন জেনেও উড়োজাহাজ লিজ আর্থিক ক্ষতি ১১৬১ কোটি টাকা

দেশকন্ঠ প্রতিবেদন : চারটি কোম্পানির মধ্যে এয়ার ইজিপ্ট ছাড়া বাকি তিনটি কোম্পানির বিশ্বের মধ্যে উন্নতমানের উড়োজাহাজ সরবরাহকারী কোম্পানি হিসেবে সুনাম রয়েছে। সর্বনিম্ন দরদাতা হিসেবে এয়ার ইজিপ্ট প্রথম ছিল। কিন্তু তাদের এয়ারক্রাফটের ইঞ্জিনগুলো প্রায় ১২-১৫ বছরের পুরোনো এবং দুর্বল। যেগুলোর স্পেয়ার পার্টস পাওয়া খুব কঠিন। ফলে পাঁচ বছরের চুক্তিতে বোয়িং ৭৭৭-২০০ ইআর মডেলের দুটি উড়োজাহাজ লিজ নিলেও প্রথম বছর শেষেই একটি এয়ারক্রাফটের ইঞ্জিন বিকল হয়ে যায়। আর দ্বিতীয়টির ইঞ্জিনও দেড় বছরের মাথায় নষ্ট হয়। তাতে পাঁচ বছরে সরকারের এক হাজার ১৬১ কোটি টাকা ক্ষতি হয়েছে সরকারের।
 
যে কারণে দীর্ঘ অনুসন্ধানে সরকারের ১ হাজার ১৬১ কোটি টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ২৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ কমিশনের উপপরিচালক জেসমিন আক্তার বাদী হয়ে মামলাটি করেন। যাদেরকে আসামি করা হয়েছে- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক পরিচালক ফ্লাইট অপারেশন্স ক্যাপ্টেন ইশরাত আহমেদ, সাবেক ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার মো. শফিকুল আলম সিদ্দিক, মহা-ব্যবস্থাপক মো. আবদুর রহমান ফারুকী, সাবেক মুখ্য প্রকৌশলী শহীদ উদ্দিন মোহাম্মদ হানিফ, সাবেক মুখ্য প্রকৌশলী দেবেশ চৌধুরী, এয়ারওয়ার্থিনেস কনসালট্যান্ট গোলাম সারওয়ার, প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম ভূঞা, ডিজিএম কামাল উদ্দিন আহমেদ। 
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।