• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৭:০২    ঢাকা সময়: ০৩:০২

১৮ দিন ধরে নিখোঁজ সংবাদপত্র বিক্রেতার ছেলে

দেশকন্ঠ প্রতিবেদন : কিশোরগঞ্জে সংবাদপত্র বিক্রেতা আব্দুল জলিলের ২৭ বছর বয়সী ছেলে জামির মিয়া ওরফে রাসেল ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ২০ জানুয়ারি রাত ৯টার দিকে করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের গাংগাইল রাস্তার মোড় থেকে পাঠানপাড়ায় বাড়ি যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হলেও এখনো তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় গত ২৮ জানুয়ারি রাসেলের বাবা আব্দুল জলিল করিমগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু এখন পর্যন্ত পুলিশ তার কোনো খোঁজ দিতে পারেনি। এদিকে ছেলের সন্ধান না পাওয়ায় চরম উৎকণ্ঠায় রয়েছেন তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা।
 
আব্দুল জলিল বলেন, তার ছেলে কয়েক মাস ধরে মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল। গত ২০ জানুয়ারি ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় সে নিখোঁজ হয়। রাসেলের গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমনিক ৫ ফুট ৪ ইঞ্চি। তার সন্ধান পেলে করিমগঞ্জ থানা, ০১৩২০০৯৫৪১৭ অথবা ০১৬৮৮-৯৮৩৯৫৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা। এ ব্যাপারে করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী বলেন, রাসেলের বাবার জিডির সূত্র ধরে তদন্ত চলছে। যুবকটির সন্ধানে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।