• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২৩:২১    ঢাকা সময়: ০৯:২১

ফেনী থিয়েটারের মঞ্চে আসছে মলিয়ঁরর হাসির নাটক পেজগী

  • বিনোদন       
  • ০৮ ফেব্রুয়ারি, ২০২৩       
  • ৬৬
  •       
  • ০০:০৪:৫২

দেশকন্ঠ ডেস্ক : জেলার ঐতিহ্যবাহি নাট্যসংগঠন ফেনী থিয়েটার তাদের ৩৪র্বষ উদযাপন উপলক্ষে ১০ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ণ করবে ফরাসি নাট্যকার মলিয়ঁর'র হাসির নাটক পেজগী। মহান মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠা ফেনী থিয়েটারের ৩৬তম প্রযোজনার নির্মল হাঁসির এই পেজগী নাটকটি রূপান্তর করেছেন অপু আনাম।নির্দেশনা দিচ্ছেন সংগঠনের সদস্য সচিব আনোয়ার হোসেন রাজু। রাজু জানান, ফরাসি নাটকের মূখ্য পটভূমি ঠিক রেখে বাংলাদেশের পুরাণ ঢাকার বাসিন্দাদের বিচিত্রপূর্ণ জীবন-সংস্কৃতি রূপায়িত হয়েছে পেজগী নাটকে। এক অশিক্ষিত কাঠমিস্ত্রির কবিরাজ হয়ে ওঠা এবং উচ্চবিত্ত পরিবারের এক মেয়ের ভুল চিকিৎসা নিয়ে মলিয়েঁরের পেজগী নাটকটির কাহিনী এগিয়ে যায়। নাটকটির মাধ্যমে নাট্যকার মূলতঃ অশিক্ষিত ও অপসংস্কৃতি যে কি ভয়ংকর বিপদ ডেকে আনতে পারে সেই বার্তাই দিতে চেয়েছেন।

নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন- আনোয়ার হোসেন রাজু, ফজলুল হক রনি, ফাতেমা জান্নাত শশী, মো. মোছলেহ উদ্দিন, মো. ইরফান মিয়াজী, আব্দুল্লাহ আল ফাহাদ, রিপা তকি, সাদিয়া আফরোজ(কুলসুম) ও শিশুশিল্পীদ্বয় নিশীরাণী নাথ এবং হৃদি দেবনাথ।সংগঠনের প্রধান সমন্বয়কারী কামরুল আলম জানান, মুক্তিযুদ্ধের চেতনায় ১ জানুয়ারি ১৯৯০ সালে ফেনী থিয়েটার প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫ সাল থেকে বাংলাদেশে গ্রুপ থিয়েটার ফেডারেশনের পূর্ণঙ্গ সদস্য হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে। গত ৩৪ বছর ধরে সারাদেশে ফেনী থিয়েটার ৩৬টি প্রযোজনার ৮ শতাধিক প্রর্দশনীর মঞ্চায়ণ করেছে। এরমধ্যে ৬টি নাট্যাৎসব, ৩টি পথনাটক উৎসবের আয়োজন করেছে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।