• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৩:১৪    ঢাকা সময়: ১৩:১৪

গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগ চালু

  • স্বাস্থ্য       
  • ০৮ ফেব্রুয়ারি, ২০২৩       
  • ৪৪
  •       
  • ০১:০৩:৪৯

দেশকন্ঠ  প্রতিবেদক : গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগের স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু করা হয়েছে।বুধবার দুপুরে বর্হিবিভাগের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু উপলক্ষে হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক(প্রশাসন) প্রফেসর ডা. মো. সামিউল ইসলাম। শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন, ঢাকা বিভাগের পরিচালক ডা. মো. ফরিদ হোসেন মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।

জেলা শহরের নবীববাগ এলাকায় ৩৬ একর জায়গার উপর প্রায় ৭০৫ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ৫০০ শয্যা বিশিষ্ট ‘শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল’র নির্মাণ করা হয়। বর্হিবিভাগ স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু হওয়ার ফলে মাত্র ১০ টাকা মূল্যের টিকিটের বিনিময়ে স্বাস্থ্য সেবা নিতে পারবেন গোপালগঞ্জ , নড়াইল, বাগেরহাট, মাদারীপুর ও আশপাশের জেলার হাজার হাজার বাসিন্দা।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।