• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০১:২৫    ঢাকা সময়: ১১:২৫

টাকাওয়ালা প্রেমিক চান শ্রীলেখা

  • বিনোদন       
  • ০৯ ফেব্রুয়ারি, ২০২৩       
  • ৭৭
  •       
  • ০৯:২৮:০২

দেশকন্ঠ প্রতিবেদন : ভালোবাসার মাসে ভালোবাসার সপ্তাহ পার হচ্ছে। রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিজ ডে, ভ্যালেন্টাইনস ডে— এভাবেই ধাপে ধাপে আগাচ্ছেন প্রেমিক যুগল। চারদিকে এই রমরমা প্রেমের বাতাসে সিঙ্গেলদের মনের অবস্থা কী? কীই-বা চান তার মনের মানুষটির কাছ থেকে? সবারটা জানা সম্ভব না হলেও কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র কেমন প্রেমিক চান, কেন চান— বিস্তারিত খোলাসা করেছেন নিজেই। ফেসবুকে বিশেষ দিনগুলোকে ইঙ্গিত করে তিনি লেখেন, ‘রোজ, চকলেট কিচ্ছু চাই না, বিশ্বাস করো। পারলে বিশ্বাস ফিরিয়ে দিও ভালোবাসায়।’ দীর্ঘ এক দশক ধরে সিঙ্গেল আছেন অভিনেত্রী। স্বামী শিলাদিত্যর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে সেই কবেই। তারপর কি আর প্রেম-বিয়ে নিয়ে ভাবেননি? শ্রীলেখার কথায়, ‘না, ভাবতে পারিনি। পাইওনি তেমন কাউকে। ১০ বছর আলাদা থেকে একা থাকার যেন অভ্যাস হয়ে গেছে। নিজের স্পেসে অন্য কাউকে কতটা আমি বরদাস্ত করতে পারব, সেটাও আমি জানি না। আমিই তো আমার বস। আমার পোষ্যপ্রেম নিয়েই খুশি।’
 
ঘটা করে প্রেমের সপ্তাহ পালনের পক্ষে মত দিয়েছেন শ্রীলেখা। চারদিকে এত পরিমাণে নেগেটিভিটি ছড়িয়ে পড়েছে যে এগুলো রুখতে চাইলেও প্রতি সপ্তাহে প্রেমের সপ্তাহ হওয়া উচিত বলে মনে করেন তিনি। তবে তার একটাই অনুরোধ, ‘কাউকে যদি এক সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন, তাহলে সেই মানুষটা যা-ই করুন না কেন, তার সম্পর্কে নেতিবাচক কিছু মন্তব্য করবেন না।’ এতদিন ধরে একা জীবন পার করছেন। সঙ্গীহীন মনটা কি সঙ্গী পেতে চায় না? সম্পর্কে জড়ালে কেমন প্রেমিক চান তিনি? শ্রীলেখার স্পষ্ট জবাব, ‘আমার এমন মানুষ চাই যাকে দেখতে একটু পদের হবে। মাথায় বুদ্ধি থাকবে। আর হ্যাঁ টাকা থাকতে হবে। সৎ পথে উপার্জিত টাকা। চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা নিয়ে সেই টাকায় সিনেমা বানানোর মতো অসৎ কাউকে চাই না জীবনে। আমার কোনোদিনই বড়লোক বয়ফ্রেন্ড ছিল না। এমন একজন চাই, যে সৎ পথে টাকা উপার্জন করেছে। যার টাকায় আমি সিনেমা তৈরি করব।’ উল্লেখ্য, শিগগির শুরু হবে ‘মীরজাফর’-এর শুটিং। আপাতত প্রযোজকের সন্ধানে রয়েছেন শ্রীলেখা। অভিনেত্রীর প্রথম পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ বিপুল প্রশংসিত হয়েছে। এতে মধ্যবয়সী এক গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন তিনি। পরিচালনার পাশাপাশি ছবিটি প্রযোজনাও করেছেন অভিনেত্রী।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।