• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৩:২৬    ঢাকা সময়: ২৩:২৬

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চান জ্যোতি

দেশকন্ঠ প্রতিবেদন : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রোববার (১২ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে ম্যাচটিতে মাঠে  নামার আগে টাইগ্রেস দলপতি নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন, জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চান তারা। দক্ষিণ আফ্রিকার কেপটাউনের নিউল্যান্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি শুরু হবে। বিশ্বকাপের মূল আসর শুরুর আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতিমূলক দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এ দুটি ম্যাচেই হারের তীক্ত স্বাদ পেতে হয়েছে টাইগ্রেসদের। তবে সেসব ম্যাচের ফলাফল নিয়ে এখন আর ভাবছেন না জ্যোতি। তিনি জানিয়েছেন, মূল পর্বে ম্যাচ বাই ম্যাচ খেলার দিকে তাকিয়ে আছেন তিনি। আপাতত তাদের ভাবনা শ্রীলঙ্কা। শনিবার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে জ্যোতি বলেছেন, ‘ক্রিকেট খুব আনপ্রেডিক্টেবল পরিস্থিতি, আপনি এখন কিছু বলতে পারবেন না এটা নিয়ে। আমরা ম্যাচ বাই ম্যাচের দিকে তাকিয়ে আছি। এখন শুধু শ্রীলঙ্কাকে নিয়ে ভাবছি, এটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টের প্রথম ম্যাচ...যদিও তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ জয় পেয়েছে। কিন্তু তবুও আমরা ভালো দল। নির্দিষ্ট দিন গুরুত্বপূর্ণ, যে ওই দিন ভালো খেলবে, দল হিসেবে খেলবে দিনশেষে ফল আসবে।’
 
জ্যোতি আরও বলেছেন, ‘দলে কোনো ইনজুরি সমস্যা নেই। দলের জন্য এটা ভালো খবর। আমরা এখানে আগে এসেছি উইকেট ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে। আয়ারল্যান্ডের সঙ্গে একটা প্রস্তুতি ম্যাচও খেলেছি। এটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ ছিল। পাকিস্তান ও ভারতের বিপক্ষে খেলা মূল ম্যাচের আগে আমাদের ঘাটতিগুলো দেখাতে সাহায্য করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে খেলার দিকে তাকিয়ে আছি।’ এদিকে এখন পর্যন্ত নারী  দল তিনটি বিশ্বকাপ খেললেও এখন পর্যন্ত কোনো ম্যাচে জয় পায়নি। তবে এবার এ জয়ের খরা ঘুচাতে চান বলে জানিয়েছেন জ্যোতি। তিনি বলেছেন, ‘আমি তিনটা বিশ্বকাপ খেলেছি, এখনো একটা জয়ের দেখা পাইনি। আমার লক্ষ্য, এবার যেন জয় দিয়ে জয় খরা ঘুচাতে পারি। জিততে হলে আমাদের দলগত হিসেবে খেলতে হবে। আমাদের পাওয়ার হিটার নেই, অন্যদলগুলোর মতো ভালো ফিনিশার নেই, কিন্তু দলগত হিসেবে যদি খেলতে পারি ভালো কিছু হবে। বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে পারলে জিততে পারব। তাই তিন বিভাগে সেরাটা দেওয়াই আমাদের লক্ষ্য।’
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।