• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৮:২৫    ঢাকা সময়: ০৪:২৫

কক্সবাজারে হোটেলের তালাবদ্ধ কক্ষে মিলল নারীর মরদেহ

দেশকন্ঠ প্রতিবেদন : কক্সবাজারে শহরের প্রধান সড়কস্থ ফায়ার সার্ভিস এলাকার হোটেল সী বার্ড থেকে এক নারীর মরদেহ মিলেছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত মরদেহটি উদ্ধারের কাজ করেছে পুলিশ। হোটেল রেজিস্ট্রারে দেওয়া তথ্য মতে, ওই নারীর নাম জেসমিন আক্তার। তার স্বামীর নাম মোস্তাফিজুর রহমান (২৭) ও বাড়ি বাগেরহাট জেলায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ৯৯৯ থেকে থানা পুলিশকে জানানো হয়, হোটেল সী বার্ডে একজন নারীর মরদেহ রয়েছে।
 
খবর পেয়ে আমার নেতৃত্বে পুলিশের একটি দল হোটেলটির চার তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে। তিনি আরও বলেন, গত ১৪ ফেব্রুয়ারি স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই নারী ও মোস্তাফিজুর রহমান নামের একজন যুবক হোটেলে ওঠেন। কিন্তু এর মধ্যে বুধবার দুপুরের পর থেকে কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ দেখা যায়। বিষয়টি সন্দেহ হলে ৯৯৯ এ কল দেয় হোটেল কর্তৃপক্ষ। কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। তালা ভেঙে মরদেহটি উদ্ধারের কার্যক্রম চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।