• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৮:৫২    ঢাকা সময়: ০৪:৫২

চারদিন পর ফিরলেন মেট্রোরেলের নিখোঁজ প্রকৌশলী

দেশকন্ঠ প্রতিবেদন : নিখোঁজের চারদিন পর মেট্রোরেলের এমআরটি লাইন-৬ প্রকল্পের প্রকৌশলী শাহরিয়ার কবির স্বেচ্ছায় ফিরে এসেছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে তার এক বন্ধুর বাসায় তিনি ফিরে আসেন। শাহরিয়ারের মা রাশিদা আক্তার সাহান খবর পেয়ে ওই বাসা থেকে তাকে আজিমপুরের বাসায় নিয়ে যান। রাতে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোর্শেদ জাগো নিউজকে এসব তথ্য জানান। তিনি বলেন, জিডির পর প্রকৌশলী শাহরিয়ারকে উদ্ধারে থানা পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। খোঁজ পেয়ে ময়মনসিংসহ দেশের সীমান্ত এলাকাতেও পুলিশ উদ্ধার চেষ্টা চালায়। এরপর আজ হঠাৎ মোহাম্মদপুরে তার এক বন্ধুর বাসায় ফিরে আসেন শাহরিয়ার। প্রকৌশলী শাহরিয়ার কেন আত্মগোপনে ছিলেন এবং তিনি কোথায় কোথায় ছিলেন- এসব বিষয় জানতে আগামীকাল শুক্রবার তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান উপ-পুলিশ কমিশনার মোর্শেদ।
 
শাহরিয়ারের মা রাশিদা আক্তার সাহান বলেন, ‘শাহরিয়ার নিজে নিজেই অফিস থেকে বের হয়েছিল। পত্রিকার খবর দেখে আমার কথা চিন্তা করে সে ফিরে এসেছে। ছেলেকে ফিরে পেয়ে আমি খুশি। ও সুস্থ আছে, ভালো আছে।’ এর আগে ১২ ফেব্রুয়ারি বিকেলে মেট্রোরেলের উত্তরা ডিপো অফিস থেকে বের হন শাহরিয়ার। পরে তার মা ও মেট্রোরেলের উত্তরা ডিপো কর্তৃপক্ষ তুরাগ থানায় দুটি জিডি করে। ২৮ বছর বয়সী শাহরিয়ার অবিবাহিত। জিডি হওয়ার পর তার প্রেম নিয়ে কিছু জটিলতার তথ্য পেয়েছিল পুলিশ। শাহরিয়ার এমআরটি লাইন-৬ প্রকল্পে সহকারী প্রকৌশলী (তড়িৎ) হিসেবে কর্মরত। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) তড়িৎ কৌশলে পড়াশোনা করেছেন। লালবাগের আজিমপুর টাওয়ারে মায়ের সঙ্গে থাকেন তিনি। তাদের বাড়ি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার রাণীবাজার এলাকায়।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।