• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২০:৫৯    ঢাকা সময়: ০৬:৫৯

বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় ৯ জেলে আহত

দেশকন্ঠ প্রতিবেদন : বঙ্গোপসাগের মাছ ধরতে যাওয়ার সময় এফবি ভাই ভাই নামে একটি ট্রলারে হামলা চালিয়েছে জলদস্যুরা। এতে ট্রলারে থাকা ৯ জেলে আহত হয়েছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে পায়রা সমুদ্র বন্দর থেকে ২৫-৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। ট্রলারে থাকা সকল জেলেই বরগুনার বাসিন্দা। 
 
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। তিনি জানান, রাত দেড়টার দিকে বরগুনার নলী চরকগাছিয়ার এফবি ভাই ভাই ট্রলারটি মাছ ধরতে যায়। এ সময় দস্যুরা পেছন থেকে ট্রলারটিতে হামলা করে। ওই ট্রলারে ১৮ জন জেলে ছিলেন। এদের মধ্যে নয়জনকে কুপিয়ে জখম করা হয়। এদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন। গোলাম মোস্তফা চৌধুরী বলেন, খবর পেয়ে আজ সন্ধ্যায় জেলেদের উদ্ধার করার জন্য ট্রলার পাঠাই। আহতদের মধ্যে দুজনকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। বাকিরা একটি চরে আশ্রয় নিয়েছেন। জোয়ারে তারা পাথরঘাটার উদ্দেশ্যে রওয়ানা হনেব। 
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।