মোয়াজ্জেম হোসেন রাসেল : নানা নাটকীয়তা শেষে বাংলাদেশের কোচ চন্দিকা হাথুরুসিংহের হিসেবে যোগ দেওয়া এখন সময় ব্যপার মাত্র। দ্বিতীয় ময়োদে তার এদেশে আসা নিয়ে এখন অনেক মোখরোচক কথাই বলা হচ্ছে। তবে একজন কড়া হেডমাস্টার হিসেবে পরিচিত এই লংকান যে অনেক নতুনত্বের মিশেল ঘটাবেন সেটি আর বলার অপেক্ষা রাখেনা। এরই মধ্যে নিজের পরিকল্পনার নানা দিক নিয়ে আলাপ হয়েছে জাতীয় দলের সাবেক টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে। এবার স্বদেশি রঙ্গনা হেরাথও কয়েখ দফা আলোচনা চালিয়েছেন। পরিকল্পনা নিয়ে নাকি এরই মধ্যে হাথুরুর সঙ্গে কথা বলে ফেলেছেন হেরাথ! যা অনেকেই দেখছেন ইতিবাচক হিসেবে। ভারতের সাথে সিরিজের পর শুরু হয়েছিল বিপিএল। তা নিয়েই মেতেছিল গোটা দেশ। বিপিএল শেষে দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ আর ইংল্যান্ড সিরিজ। তার আগে নতুন করে ফেরা হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের আসারও সময় হলো। এখন যত কথা হাথুরুকে নিয়েই।
কারণ তিনি সবসময়ই আলোচনায় থাকতে বালবাসেন। রোববার হাথুরুকে নিয়ে কথা বলেছেন তারই স্বদেশি, বাংলাদেশের শ্রীলঙ্কান স্পিন কোচ রঙ্গন হেরাথ। বাংলাদেশ স্পিন কোচ বিশ্বাস করেন, হাথুরুসিংহে আবার ফেরায় উপকার হবে বাংলাদেশের ক্রিকেটের। প্রশ্ন ছিল, হাথুরু আসায় আপনি কতটা রোমাঞ্চিত রঙ্গনা? স্বদেশির ওপর প্রত্যাশা কেমন? রঙ্গনা হেরাথের জবাব, ‘চন্ডিকা এর আগে বাংলাদেশে কাজ করেছে। ওই সময় ভালো করেছে, সাফল্যও পেয়েছে। আমার ক্ষেত্রে বলব, আমি তার সঙ্গে খেলেছি, তার কোচিংয়েও খেলেছি। তো সেদিক থেকে তার ব্যাপারে আমার ফিডব্যাক ইতিবাচক এবং আমি আত্মবিশ্বাসী, বাংলাদেশ ক্রিকেট তার মাধ্যমে উপকৃত হবে। ইতিবাচক হিসেবেই দেখতে হবে সবকিছু।’
হাথুরুর সাথে দল নির্বাচন ও কৌশল নিয়ে কি কোন কথা হয়েছে? এ প্রশ্নের জবাবে হেরাথ অনেকটা খোলাখোলিভাবে বলেন, ‘একদিনে তো সব কথা বরা যায়না। দল সিলেকশন নিয়ে নয়, পরিকল্পনা নিয়ে কথা হয়েছে।’ দল নির্বাচন প্রক্রিয়ায় তার ভূমিকা আছে কি না? জানতে চাইলে হেরাথ বলেন, ‘দল বাছাইয়ের জন্য তাদের খুব ভালো নির্বাচক প্যানেল আছে। এই মুহূর্তে সিলেকশন নিয়ে আমার কোনো ধারণা নেই। আশা করি সামনের কয়েকদিনে আমরা একসাথে হবো।’ হেরাথ বুঝিয়ে দেন এমনিতে দল নির্বাচনে তার কোন ইনপুট নেই। তবে নির্বাচকরা চাইলে তিনি স্পিনারদের কার কী অবস্থা তা জানান। আগামীতেও জানাবেন। ইংল্যান্ড সিরিজের দল নির্বাচনে তার কোন ভূমিকা ছিল না, এমন জানিয়ে হাথুরু সম্পর্কে হেরাথ বলেন, ‘আমার মনে হয় না, কোচ হিসেবে দল নির্বাচনে আমাদের ইনভলব হওয়ার প্রয়োজন আছে। আমরা এখানে আছি স্পিনারদের সাহায্য করতে ও ঠিক পথে রাখতে।’
এরই মধ্যে নাসুম আহমেদের জায়গায় তাইজুল ইসলামকে ওয়ানডে স্কোয়াডে নেওয়া হয়েছে। তাইজুলের সিলেকশন নিয়ে তার মত জানতে চাওয়া হলে হেরাথ বুঝিয়ে দেন তাইজুলকে তিনি ওয়ানডে বোলার হিসেবেও দেখেন। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাইজুল সবশেষ যে ম্যাচটি খেলেছেন, সেটায় তার বোলিং ভালো ছিল মন্তব্য হেরাথের। নাসুমকে না নিয়ে তাইজুলকে নেয়ার কারণ ব্যাখ্যা করে হেরাথ বলেন, ‘সবকিছু আসলে পরিস্থিতির ওপর নির্ভর করে। সাকিব থাকলে আরও দু’জন বাঁহাতি স্পিনারের প্রয়োজন নেই। মিরাজও আছে। তো নির্বাচকদের হয়তো তাইজুল বা নাসুমকে নিতে হবে। দুজনের পারফরম্যান্সও এক। তাই আমার মতে নির্বাচকরা বেস্টকেই বেছে নিয়েছে।’ কিন্তু প্রধান নির্বাচক বলেছেন আপনি নাকি তাইজুলকে অগ্রাধিকার দিয়েছেন? তা স্বীকার করে হেরাথ বলেন, ‘হ্যাঁ, আমি সবসময় তাইজুলকে প্রেফার করেছি। যেমনটা বললাম, সে ওয়েস্ট ইন্ডিজে ভালো করেছে। তো আমি তাইজুলের মধ্যে ওয়ানডে ক্রিকেটেরও অনেক প্রতিভা দেখতে পাই। সেভাবে বিপিএলের খেলা দেখেননি। কয়েকটি ম্যাচ দেখেছেন।
এ সময় কোনো স্পিনারকে সম্ভাবনাময় মনে হয়েছে কি? তানভিরকে দেখে কেমন মনে হয়েছে? ‘তানভিরকে দেখে আমি খুবই খুশি। বিপিএলে সম্ভবত সবচেয়ে বেশি উইকেট পেয়েছে। এর আগের টুর্নামেন্টগুলোতেও ভালো করেছে। তো এদিক থেকে বলবো, এমন স্পিনার পাওয়া পুরো সিস্টেমের জন্যই ভালো। কারণ তাইজুল-নাসুম এমনকি সাকিবেরও কিছু হলে আরও ক্রিকেটার তৈরি থাকবে। তো আমি খুব খুশি যে, তানভিরও এগিয়ে এসেছে।’ এখন বিপিএল শেষ হওয়ার পর হতেই বাংলাদেশ আর ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের আমেজ। গত বৃহস্পতিবার রাতে ফাইনাল চলাকালীনই ঘোষণা হয় ওয়ানডে সিরিজের প্রথম ২ ম্যাচের বাংলাদেশ দল। এখন অপেক্ষা, কবে আবার মাঠে নামবে টিম বাংলাদেশ। তার আগে আরও একজনের জন্য অপেক্ষায় টাইগার সমর্থকরা। তিনি নতুন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ২২ ফেব্রুয়ারী থেকে শুরু হবে জাতীয় দলের অনুশীলন। জানা গেছে, অনুশীলন শুরুর আগেই ঢাকা আসবেন দ্বিতীয় মেয়াদে হেড কোচের দায়িত্ব পাওয়া হাথুরু। একাধিক নির্ভরশীল সূত্রে জানা গেছে, অনুশীলন শুরুর ৪৮ আগেই রাজধানীতে পা রাখবেন হাথুরু।
২০ ফেব্রুয়ারি সোমবার রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে অস্ট্রেলিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা এ লঙ্কানের। ইংলিশদের বিপক্ষে প্রথম ২ ওয়ানডের জন্য তামিম ইকবালকে অধিনায়ক করে ১৪ জনের দল ঘোষণা হয়েছে। সে দলে একমাত্র নতুন মুখ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বিপিএলে নজর কাড়া তৌহিদ হৃদয়। ওই এক চমক ছাড়া মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহসহ প্রতিষ্ঠিত ও অভিজ্ঞদের নিয়েই সাজানো হয়েছে দল। বলা যায় ইংল্যান্ডের মতো বড় আর শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হতে যাচ্ছে হাথুরুর দ্বিতীয় মিশন।
দেশকণ্ঠ/আসো