• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৬:৩৬    ঢাকা সময়: ১৬:৩৬

মাতৃভাষা দিবসে বিভিন্ন ভাষায় আইএসডি’র ভিন্নধর্মী আয়োজন

  • শিক্ষা       
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৩       
  • ৭৬
  •       
  • ২৩:৩২:৫৫

দেশকন্ঠ ডেস্ক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভিন্ন সংস্কৃতি ও ভাষার প্রতি সম্মান জানিয়ে ভিন্নধর্মী এক আয়োজন করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা-আইএসডি। এতে বাংলা, স্প্যানিশ, আফ্রিকান, ফিলিপিনো, ফ্রেঞ্চ, জাপানি ও হিন্দিসহ বিভিন্ন ভাষায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।আইএসডি’র পরিচালক থমাস ভ্যান ডার উইলেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে এ বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিমের সাথে সামঞ্জস্য রেখে ছয়টি ভিন্ন ভাষায় ‘হ্যালো মাই ফ্রেন্ডস’ গানটি এবং ভাষা আন্দোলনের স্মরণে একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ পরিবেশন করা হয়। অনুষ্ঠানে থমাস ভ্যান ডার উইলেন বলেন, “এই দিনটির গুরুত্ব বাংলাদেশের বাইরেও ছড়িয়ে পড়ছে। বিশ্বব্যাপী সবাই বুঝতে পারছেন যে, সকল মাতৃভাষাই সমানভাবে গুরুত্বপূর্ণ। আমাদের শিক্ষার্থীদেরও জানতে হবে অনেক বছর আগের ভাষা আন্দোলন কেনো এখনো গুরুত্বপূর্ণ।”
 
মূলত ‘মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন: এ নেসেসিটি টু ট্রান্সফর্ম এডুকেশন’ থিমের সাথে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদদের প্রতি সম্মান জানাতে শিক্ষার্থীরা ‘আমি বাংলায় গান গাই’ মিউজিকাল ড্রামা, ‘ফেব্রুয়ারীর গান’ কবিতা পরিবেশন করে। বাংলা, স্প্যানিশ, আফ্রিকান, ফিলিপিনো, ফ্রেঞ্চ, জাপানি ও হিন্দি সহ বিভিন্ন ভাষায় গান ও নৃত্য পরিবেশন করা হয়। পরে ভিন্ন সংস্কৃতি ও ভাষার প্রতি সম্মান জানাতে স্কুলটি কিসোয়াহিলি, আফ্রিকানস, শোনা ও নিয়ানজা এই তিনটি ভিন্ন আফ্রিকান ভাষায় ‘আফ্রিকা-রাইজ আপ’ এবং সবশেষে, উপস্থিত সকলে মিলে ‘উই আর দ্যা ওয়ার্ল্ড’ গান পরিবেশন করে। সেকেন্ডারি ও প্রাইমারি সেকশনের প্রিন্সিপাল ক্রিস বয়েল এবং ডেভিড লংওর্থ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের ইতি টানেন।একই সাথে, প্রত্যেকের নিজের ভাষায় কিছু লেখার জন্য স্কুলে একটি ‘ভাষা দেয়াল’ তৈরি করা হয়। দেয়ালটিতে ৩১টি জাতীয়তা থেকে আগত আইএসডি কমিউনিটির শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা তাদের জাতীয় সংগীতের পছন্দের লাইন ভিন্ন ভিন্ন ভাষায় লেখেন।
দেশকন্ঠ/এআর 
 
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।