• মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৭:৪৭    ঢাকা সময়: ০৩:৪৭

কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

  • শিক্ষা       
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৩       
  • ১০৭
  •       
  • ০৭:৫০:১২

দেশকন্ঠ প্রতিবেদন : ২০২২ সালের ২৫ ও ২৬ নভেম্বর সারা বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় ২৫৪ জন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। কেজি থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিল। শনিবার (১৮ ফেব্রুয়ারি) মিরপুর ১ নম্বরের একটি রেস্টুরেন্টে এ ফল প্রকাশ করা হয়। জানা গেছে, ২৭ জন ‘এ’ গ্রেড, ৩৬ জন ‘বি’ গ্রেড, ৪৮ জন ‘সি’ গ্রেড এবং সাধারণ গ্রেডে ১১৯ জন সহ মোট ২৫৪ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
 
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব শারফুল ইসলাম আকন্দ। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সিনিয়র সহ-সভাপতি ড. মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর উত্তর অঞ্চলের সভাপতি রওশন আরা সিদ্দীকি, সহ-সভাপতি কাজী সাইফুল আকবর, রজব আলী ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সহ-সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।