• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৪:০৩    ঢাকা সময়: ১৪:০৩

নারী হ্যান্ডবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার

দেশকণ্ঠ প্রতিবেদন : এক্সিম ব্যাংক ৩৪ তম জাতীয় নারী হ্যান্ডবলে শিরোপা জয় করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত যশোর জেলার শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০ ফেব্রুয়ারি ফাইনালে আনসার ৩০-১৯ গোলে পঞ্চগড় জেলা ক্রীড়াসংস্থাকে হারিয়েছে। ম্যাচের প্রথমার্ধে ১৮-১১ গোলে এগিয়ে ছিল বিজয়ী দল।  টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন আনসারের ১০ নম্বর জার্সীধারী আলপনা আক্তার।
 
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কৃত করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, ফেডারেশনের সহ সভাপতি মো: নূরুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেনসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। 
 
এদিকে ফাইনালের আগে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে আনসার ২৭-৩ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে এবং দ্বিতীয় সেমিতে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ৩২-১০ গোলে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
দেশকণ্ঠ/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।