• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৮:২৪    ঢাকা সময়: ০৪:২৪

রাঙ্গামাটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলা

  • শিক্ষা       
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৩       
  • ১১৩
  •       
  • ২৩:৩৫:২১

দেশকন্ঠ  প্রতিবেদক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলায় আজ থেকে  দু’দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। আজ সোমবার  সকালে জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় শহীদ আব্দুল আলী মঞ্চে আয়োজিত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।এ সময় জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ,  অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম (সার্বিক) প্রমুখ উপস্থিত ছিলেন।
 
মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ২১টি স্টল রয়েছে। বই মেলার পাশাপাশি একই স্থানে জেলা শিশু একাডেমির আয়োজনে রচনা প্রতিযোগিতা, জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আবৃত্তি প্রযোগিতা, জেলা স্কাউটের আয়োজনে চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে, সোমবার বিকালে মেলা প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।এছাড়াও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে জেলা শহরে  দু’দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শণ করা হচ্ছে।
দেশকন্ঠ/এআর   
 
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।