• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৩:৫৩    ঢাকা সময়: ১৩:৫৩

দারুণ খুশি হাথুরুসিংহে

দেশকণ্ঠ প্রতিবেদন : প্রথম দফায় কাজ করেছেন বছর তিনেক। সেই সময়ে বাংলাদেশের ক্রিকেট পেয়েছিল দারুণ কিছু সাফল্য। সেই সাফল্যের কারিগর চন্ডিকা হাথুরুসিংহে আবার টাইগারদের দায়িত্ব নিতে ঢাকায় এসে পৌছেছেন। ২০ ফেব্রুয়ারি রাত ১০টা ২৬ মিনিটে ঢাকা এসে পৌঁছান তিনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদকর্মীদের ভিড়ের মধ্য দিয়েই বিসিবির গাড়িতে করে হোটেলে চলে গেছেন এই শ্রীলঙ্কান।
 
সংবাদমাধ্যমের সামনে খুব একটা কথা বলতেও রাজি হননি। গাড়ির ভেতর থেকে শুধু ‘ফিরে এসে ভালো লাগছে’ ধরনের কথা বলে বিমানবন্দর ছেড়েছেন। বিমানবন্দরে হাথুরুসিংহেকে আলাদা করে স্বাগত জানাতে বোর্ডের কোনো পরিচালককে দেখা যায়নি, নিরাপত্তাকর্মীর সঙ্গে ছিলেন প্রতিনিধি।
 
গত ৩১ জানুয়ারি দ্বিতীয় দফা বাংলাদেশের প্রধান কোচ হিসেবে হাথুরুসিংহের নাম ঘোষণা করে বিসিবি। দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গো মেয়াদ শেষ করার আগেই দায়িত্ব ছেড়ে দেওয়ার পর হাথুরুসিংহে হয়েছেন নতুন কোচ। এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব পালন করেছিলেন হাথুরুসিংহে। দক্ষিণ আফ্রিকা সফর থেকেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন তিনি, বিদায় নিয়েছিলেন চুক্তির মেয়াদ শেষ করার আগেই।
 
দ্বিতীয় দফা দায়িত্ব নেওয়ার পর হাথুরুসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে আগামী ১ মার্চ শুরু হতে যাওয়া ইংল্যান্ড সিরিজ। বাংলাদেশে আসার পর ২১ ফেব্রুয়ারি থেকেই কাজ শুরু করে দেওয়ার কথা হাথুরুসিংহের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কোচিং স্টাফ ও বোর্ড কর্মকর্তাদের সঙ্গে মিটিংয়ে বসতে পারেন তিনি।
 
২২ ফেব্রুয়ারি নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে জাতীয় দলের ক্রিকেটারদের। ২৩ ফেব্রুয়ারি হতে পারে ম্যাচ পরিস্থিতিতে অনুশীলন। এরই মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
 
ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল। পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো বাঘা বাঘা দলগুলোর বিরুদ্ধে বাংলাদেশ জিতেছিল প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ।
দেশকণ্ঠ/আসো
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।