• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২২:৪০    ঢাকা সময়: ০৮:৪০

কলকাতা থেকে ওড়ার সময় হোঁচট খেল বিমান

দেশকন্ঠ প্রতিবেদন : কলকাতা থেকে ঢাকায় আসার কথা থাকলেও উড়তে পারেনি বিমানের নির্ধারিত ফ্লাইটটি। উড্ডয়নের আগ মুহূর্তে হঠাৎ প্লেনের ইমার্জেন্সি দরজা খোলা থাকার অ্যালার্ম বেজে যাওয়ায় ঢাকার পথে রওনা হওয়ার পরিকল্পনা বদলে ফেলেন পাইলট। বুধবার রাতে বাংলাদেশের সরকারি উড়োজাহাজ পরিষেবা সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৯৬ নম্বর ফ্লাইটে ঘটেছে এ ঘটনা। ফ্লাইটটি কলকাতা থেকে ঢাকায় আসার কথা ছিল।
 
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বিজি-৩৯৬ ফ্লাইটটি বুধবার স্থানীয় সময় রাত ৯ টা ১৫ মিনিটে কলকাতা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। পরে একঘন্টা দেরিতে, অর্থাৎ ১০ টা ১৫ মিনিটে ফ্লাইটটি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র জানিয়েছে, উড়োজাহাজটি ঠিকমতোই টার্মিনাল ভবন থেকে রানওয়ের দিকে গিয়েছিল; কিন্তু উড্ডয়নের আগ মুহূর্তে বেজে ওঠে বিমানের অ্যালার্ম। পরে ক্রু ও পাইলটরা দেখতে পান এটি ইমার্জেন্সি এক্সিটের (প্লেন থেকে বের হওয়ার জরুরি নির্গমন পথ) অ্যালার্ম।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।