• মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৯:৩৪    ঢাকা সময়: ০৫:৩৪

শ্রীদেবী কখনোই চাননি জাহ্নবী অভিনয় করুক

  • বিনোদন       
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৩       
  • ৫৭
  •       
  • ২৩:১৩:১৯

দেশকন্ঠ  ডেস্ক : বলিউডের নতুন সেনসেশন জাহ্নবী কাপুর। ‘ধড়ক’ ছবি দিয়ে অভিষেক। তারপরে একে একে হিট ছবি। সুপারস্টার শ্রীদেবীর কন্যা, প্রথম থেকেই লাইমলাইটের পাশাপশি ছিল সমালোচনা, মায়ের সঙ্গে তুলনাও। তার প্রথম ছবি মুক্তির আগেই দুবাইয়ের এক হোটেলের বাথটাবে রহস্যময় মৃত্যু হয় শ্রীদেবীর। ভেঙে পড়েছিলেন জাহ্নবী। মা তার খুব কাছের মানুষ। একাধিক অনুষ্ঠানে তিনি মায়ের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়েছেন। খাইয়ে দেওয়া থেকে ঘুম পাড়ানো- শ্রীদেবী ছিলেন একজন আদর্শ মায়ের মতোই। সম্প্রতি মুম্বাইয়ে সংবাদ সংস্থার কাছে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন শ্রীদেবীর অজানা কিছু কথা।
 
ইন্ডাস্ট্রির বড় নাম হয়েও শ্রীদেবী কখনো চাননি জাহ্নবী অভিনয় করুক। তিনি চেয়েছিলেন খুশি অভিনয়ের পেশায় থাকুক। তার মতে, অভিনয়ের দক্ষতা জাহ্নবীর নেই।১০ বছর আগে এক ম্যাগাজিনের ফটোশুটের জন্য মায়ের সঙ্গে ছিলেন দুই মেয়ে। শ্রীদেবী তখন জাহ্নবীকে ওয়্যাক্স করতে দেননি। গাউনের সঙ্গে হাতে লোম নিয়েই ফটোশুট করেছিলেন তিনি।শ্রীদেবী খুবই কড়া শাসনে রাখতেন মেয়েদের। এমনকি মেয়েদের বাথরুমে ছিটকিনি রাখতে দেননি তিনি। তার ধারণা, মেয়েরা বাথরুমে গিয়ে ছেলেদের সঙ্গে গল্প করবে। ঘর রেনোভেট হলেও সেই ছিটকিনি থাকে না জাহ্নবীর বাথরুমের দরজায়, আজও।
দেশকন্ঠ /এআর

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।