• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২০:৪০    ঢাকা সময়: ০৬:৪০

৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষার সংশোধিত সূচি

  • শিক্ষা       
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৩       
  • ৬৬
  •       
  • ২৩:৪৭:৩৪

দেশকন্ঠ প্রতিবেদক : ৪১ তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ৫ মার্চ থেকে শুরু হচ্ছে। এ পরীক্ষার সূচি কিছুটা সংশোধন করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি সূচি প্রকাশ হলেও তা বাতিল করা হয়েছে। ইতোমধ্যে নতুন সূচি প্রকাশ করা হয়েছে। জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি ৪১তম বিসিএস পরীক্ষা-২০১৯ এর লিখিত পরীক্ষায় সাধারণ এবং কারিগরি বা পেশাগত ক্যাডারের পদগুলো জন্য সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হযেছিলো। কিন্তু পিএসসি জানিয়েছে সে বিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছে।
 
আর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২২ ফেব্রুয়ারি নতুন সূচি প্রকাশ করা হয়েছে। সূচির নতুন বিজ্ঞপ্তিটি (২২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের ৮০,০০,০০০০,২০০.৬০.০৬৬.২২-৫৭ নম্বর) অনুসরণ প্রার্থীদের অনুরোধ জানিয়েছে কমিশন।সূচিটি বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (www.bpsc.gov.bd) ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http:// bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে। পিএসসি জানিয়েছে, প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। 
দেশকন্ঠ/এআর   

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।