• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৯:১৮    ঢাকা সময়: ১৯:১৮

পরিসংখ্যানের আলোকে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ

দেশকণ্ঠ প্রতিবেদন : হিসেবে ৭ বছর পর আবার দ্বিপক্ষীয় সিরিজে মাঠে নামছে বাংলাদেশ ও ইংল্যান্ড। ২০১৬ সালের পর আবার বাংলাদেশে এসেছে ইংল্যান্ড। সেবার ২ টেস্টের সঙ্গে ৩টি টি-টোয়েন্টি খেলেছিল তারা। এবার ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। তিন ম্যাচের ওয়ানডে আবার আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেলও দুই দলই চাইবে প্রতি ১০ পয়েন্ট নিশ্চিত করে নিজেদের আরও উপরে নিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে। ১ মার্চ মিরপুরে প্রথম ওয়ানডেতে মাঠে নামছে দুই দল। মাঠের বাইরে তাদের পরিসংখ্যানে চোখ বুলানো যাক এবার।
 
২১ ম্যাচ : দুই দল এর আগে ২১ ওয়ানডে ম্যাচ খেলেছে। যেখানে বাংলাদেশ জিতেছে কেবল ৪টিতে। বাকি ১৭টিতেই জয় ইংল্যান্ডের। ইংল্যান্ড বাদে সবগুলো দলের বিপক্ষে বাংলাদেশ কোনো না কোনো সংস্করণে সিরিজ জিতেছে। এবার ইংল্যান্ডকে হারালে বাংলাদেশের সিরিজ জয়ের বৃত্ত ভরাট হবে।
 
ঘরের মাঠে ১০ : ঘরের মাঠে ইংল্যান্ডকে ১০ ম্যাচে আতিথেয়তা দিয়েছে বাংলাদেশ। ম্যাচ জিতেছে ২টি। হেরেছে বাকি ৮টিতে।
 
সর্বোচ্চ রান ৩৯১ : দুই দলের মুখোমুখিতে সর্বোচ্চ দলীয় রান ৩৯১। ২০০৫ সালে নটিংহ্যামে ইংল্যান্ড ৪ উইকেটে ৩৯১ রান করেছিল। ২০১৭ সালে বাংলাদেশ ওভালে সর্বোচ্চ ৩০৫ রান করেছিল।
 
সর্বনিন্ম রান ১৩৪ : মুখোমুখি লড়াইয়ে সর্বনিম্ন দলীয় রান ১৩৪। ২০০৩ সালে ঢাকায় ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ইংল্যান্ডের সর্বনিম্ন রান ২০৪। ২০১৬ সালে ওই রানে অলআউট হয়েছিলেন বাটলাররা।
 
সবচেয়ে বড় জয় ১৬৮ : ইংল্যান্ডের রানের হিসেবে সবচেয়ে বড় জয় ১৬৮ রানে। ২০০৫ সালে ৩৯২ রান তাড়ায় বাংলাদেশ ম্যাচ হেরেছিল ১৬৮ রানে। এছাড়া উইকেটের হিসেবে ইংল্যান্ড একবারই বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়েছে। ২০০৫ সালে ওভালে তারা ১৯১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১০ উইকেটে জয় তুলে নেয়।
 
দুই দলের টোটাল রান ৬১০ : দুই দলের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও নির্বাচক অ্যান্ড্রু স্ট্রাউস। ৮ ম্যাচে ৬১০ রান করেছেন তিনি। বাংলাদেশের হয়ে তামিম ১৪ ইনিংসে করেছেন ৪৮৮ রান।
 
অ্যান্ড্রু স্ট্রাউসের ১৫৪ : অ্যান্ড্রু স্ট্রাউসের ১৫৪ রান দুই দলের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ রান। ২০১০ সালে বার্মিংহ্যামে ১৫৪ রান করেছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তামিমের ১২৮ রান সর্বোচ্চ। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে ওই রান করেছিলেন তামিম।
 
সেঞ্চুরি মাত্র ২ : দুই দলের ক্রিকেটার মধ্যে দুটি করে সেঞ্চুরি আছে স্ট্রাউস ও তামিমের।
 
সর্বাধিক উইকেট মাশরাফির ১৭ : মুখোমুখি লড়াইয়ে রানে ইংলিশ ক্রিকেটাররা এগিয়ে থাকলেও বোলিং সাফল্যে বাংলাদেশ এগিয়ে। মাশরাফি বিন মুর্তজা ১৪ ইনিংসে ১৭ উইকেট নিয়ে সবার উপরে। এরপর ১৪ উইকেট নিয়ে সাকিব দুইয়ে।
 
সেরা বোলিং কলিংউডের ৬ : সেরা বোলিংয়ের রেকর্ডটা অবশ্য ইংল্যান্ডেরই দখলে। পল কলিংউড ২০০৫ সালে ৩১ রানে ৬ উইকেট পেয়েছিলেন।
 
সর্বোচ্চ রান ১৯২* : মার্কোস ট্রেসকথিক ও অ্যান্ড্রু স্ট্রাউসের অপরাজিত ১৯২ রান জুটির সর্বোচ্চ। উদ্বোধনী জুটিতে তারা এ রান করেছিলেন ২০০৫ সালে।
 
সর্বোচ্চ ২৫০ : এছাড়া সব মিলিয়ে ২৫০ রান জুটির সর্বোচ্চ। ২০১০ সালে বার্মিংহ্যামে স্ট্রাউস ও জনাথন ট্রট দ্বিতীয় উইকেটে এ রান করেছিলেন।
 
সর্বোচ্চ ম্যাচ ১৪ : ১৪ ম্যাচ নিয়ে সর্বাধিক ম্যাচ খেলেছেন পল কলিংউড, মাশরাফি, সাকিব ও তামিম। এই সিরিজ দিয়ে তামিম ও সাকিব নিশ্চিতভাবে এগিয়ে যাবেন।
 
অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ ৯ : অধিনায়ক হসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মাশরাফি। ৯ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বাংলাদেশের যে চারটি জয় ইংল্যান্ডের বিপক্ষে তিনটিই এসেছে তার হাত ধরে।
দেশকণ্ঠ/আসো
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।