• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৩:৪৯    ঢাকা সময়: ১৩:৪৯

নির্যাতন করে গৃহকর্মী হত্যার অভিযোগ ফ্রিজিং গাড়িতে মরদেহ গুমের চেষ্টা

দেশকন্ঠ প্রতিবেদন : রাজধানীর শাহজাহানপুরে নাদিয়া নামে ১০ বছরের এক শিশু গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ৯৯৯-এ ফোন পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গৃহকর্ত্রীকে আটক করে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। হেফাজতে রাখা হয়েছে নাদিয়ার বড় বোনকেও। সুরতহাল প্রতিবেদনে ওই শিশুকে নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। নাজমা ও নাদিয়া নামে দুই বোন কাজ করে রাজধানী শাহজাহানপুরের শান্তিনিকেতনের একটি বাসায়। নাজমার বয়স ১৪ আর নাদিয়ার বয়স ১০। তাদের গ্রামের বাড়ি পঞ্চগড়ে। রোববার ২৬ ফেব্রুয়ারি গ্রামে থাকা তাদের বাবা নাজিম উদ্দিনকে ফোন করে গৃহকর্ত্রী ফরহাদ বাঁধন মৌ (৫৫) বলেন, নাদিয়া অসুস্থ, দ্রুত ঢাকায় আসতে হবে।
 
নাজিম উদ্দিন ওইদিন রাতে ঢাকায় আসেন। শাহজাহানপুরের ওই বাসায় গিয়ে দেখেন বড় মেয়ে আছে, ছোট মেয়ে নেই। জানতে চাইলে গৃহকর্ত্রী মৌ জানান, ছোট মেয়ে নাদিয়া হাসপাতালে, সেখানে তার চিকিৎসা চলছে। তিনি হাসপাতালে যেতে চাইলে বাধা দেন এবং বলেন রাতে বা সকালে নাদিয়াকে বাসায় আনা হবে। পরদিন সকালে নাজিম উদ্দিনকে না জানিয়ে ফ্রিজিং গাড়িতে করে নাদিয়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে যান গৃহকর্ত্রী মৌ। সঙ্গে নেন বড় মেয়ে নাজমাকেও।
 
এ ঘটনায় হতচকিত নাজিম উদ্দিন ৯৯৯-এ ফোন দেন। পুলিশ মগবাজার এলাকা থেকে ওই ফ্রিজিং গাড়িসহ মৌকে আটক করে এবং শিশু নাদিয়ার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সোমবার রাতে শাহজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নাদিয়ার বাবা নাজিম উদ্দিন। ওই মামলায় গৃহকর্ত্রী মৌকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।