• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৫:৫৭    ঢাকা সময়: ১৫:৫৭

‘আমরা প্রতি মিনিটে একে অপরকে চুমু খাই’

  • বিনোদন       
  • ০১ মার্চ, ২০২৩       
  • ৬২
  •       
  • ২১:১৯:৩৯

দেশকন্ঠ  ডেস্ক : দিনটা ছিল ২১ ফেব্রুয়ারি। স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ছবি তুলেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় সে ছবি পোস্টও করেছিলেন তারা। আর সেটি নেটিজেনদের একাংশের মাথাব্যাথার কারণ হয়ে উঠেছিল। এবার সেই সমালোচনার জবাব দিলেন অভিনেত্রী শুভশ্রী। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রাজকে চুমু নিয়ে কটাক্ষের জবাবে শুভশ্রী বলেন, ‘যারা ট্রোল করেন, তাদের কোনও অস্তিত্বই আমাদের কাছে নেই। আমরা আমাদের মতো করে কাজ করি। আর আমরা প্রতি মিনিটে একে অপরকে চুমু খাই।’
 
রাজের রাজনৈতিক পদক্ষেপ, ছেলে ইউভানকে সোশ্যাল মিডিয়ায় আনা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এ প্রসঙ্গে শুভশ্রী বলেছেন, ‘রাজ তৃণমূল কংগ্রেসের বিধায়ক হওয়ার পর থেকেই কিছু লোক নানান কিছু নিয়ে সমালোচনা করছেন। তবে আমি এবং আমার পরিবার ভীষণ ইতিবাচক চিন্তাভাবনায় বিশ্বাসী। তাই সমালোচনায় কান দিই না। কর্মফলে বিশ্বাস করি। আমরা জীবনের প্রতি মুহূর্ত উপভোগ করি।’ তবে শুধুই কি সমালোচনা? না, অনেকে রাজ-শুভশ্রীকে সমর্থনও করেছেন। এ প্রসঙ্গে শুভশ্রী বলেন, ‘সত্যিই অবাক হয়েছি, এই সমর্থন আনন্দ দিয়েছে।’
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।