• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৫:২৩    ঢাকা সময়: ১৫:২৩

আম্বানি পরিবারকে কঠোর নিরাপত্তা দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ

দেশকন্ঠ প্রতিবেদন : দেশ ও বিদেশে ‘জেড প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা পাবেন মুকেশ আম্বানি পরিবারের সদস্যরা। সম্প্রতি এমন নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি কৃষ্ণা মুরারি ও আহসানুদ্দিন আমানুল্লার বেঞ্চ এই নির্দেশ দেন। সুপ্রিম কোর্ট জানিয়েছেন, আম্বানি পরিবারের নিরাপত্তা নিয়ে অবশ্যই ঝুঁকি রয়েছে। আর তাই একটি নির্দিষ্ট এলাকা বা তার বাড়ির চারপাশেই কেবল নিরাপত্তা সীমাবদ্ধ রেখে লাভ নেই। মুম্বাই পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ, দেশে ও বিদেশে আম্বানি পরিবারকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিতে হবে। ইতোমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মহারাষ্ট্র সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত। এতদিন জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন মুকেশ আম্বানি। তার স্ত্রী নীতা আম্বানি পেতেই ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা। 
 
প্রসঙ্গত ২০২১ সালে মুকেশ আম্বানির বাড়ির সামনে থেকে ২০টি জিলোটিন স্টিক উদ্ধার হয়েছিল। হুমকির চিঠিও মিলেছিল। এমনকি গত বছর স্বাধীনতা দিবসে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে একাধিকবার এসেছিল হুমকি ফোন। তারপর থেকেই মুকেশ আম্বানির নিরাপত্তা বাড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছিল। একাধিক আদালতে যা নিয়ে মতান্তর হয়। অবশেষে হস্তক্ষেপ করেন সুপ্রিম কোর্ট। নির্দেশ দেওয়া হয়, দেশে ও বিদেশে শুধু মুকেশই নন, গোটা পরিবার পাবেন জেড প্লাস নিরাপত্তা। অর্থাৎ আম্বানিদের সুরক্ষায় এখন থেকে আরও বেশি কম্যান্ডো নিয়োগ করা হবে। 
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।