• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০২:৪৭    ঢাকা সময়: ১২:৪৭

রাজবাড়ী যুবলীগের সম্মেলন শনিবার

দেশকন্ঠ প্রতিবেদন : দীর্ঘ ১৯ বছর পর শনিবার (৪ মার্চ) রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজবাড়ীর ঐতিহাসিক শহীদ খুশি রেলওয়ে ময়দানে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১৯ বছর পর আওয়ামী লীগের এই অন্যতম সহযোগী এ সংগঠন পাবে পূর্ণাঙ্গ কমিটি। এত বছর পর সম্মেলন অনুষ্ঠিত হতে যাওয়ায় দলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ-উল্লাস দেখা দিয়েছে। কে হবেন রাজবাড়ী আওয়ামী যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে ছাত্রলীগের সাবেক নেতারা কেন্দ্রে চালাচ্ছেন জোর তদবির। যুবলীগের কেন্দ্রীয় নেতাদের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন টাঙিয়ে তারা দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। যুবলীগ নেতারা বলছেন, ত্যাগী, পরীক্ষিত ও পরিচ্ছন্ন ইমেজের নেতৃত্ব চাইছেন তারা।
 
জানা যায়, রাজবাড়ী জেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন হয় ১৯৯৬ সালে। এরপর ২০০৪ সালে ওই কমিটি ভেঙে দিয়ে জহুরুল ইসলামকে আহ্বায়ক এবং আবুল হোসেন ও শাহ মো. জাহাঙ্গীর জলিলকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এরপর আর কমিটি হয়নি। কেটে গেছে ১৯ বছর। কমিটির অনেকেই নিষ্ক্রিয়। কেউ কেউ চলে গেছেন রাজবাড়ীর বাইরে। বর্তমান কমিটির আহ্বায়ক জহুরুল ইসলাম ব্যবসায়িক কাজে ঢাকায় থাকছেন দীর্ঘদিন যাবত। যুগ্ম আহ্বায়ক শাহ মো. জাহাঙ্গীর জলিল জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে সাংস্কৃতিক সম্পাদকের পদ পেয়েছেন।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।