• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৬:১৭    ঢাকা সময়: ১৬:১৭

প্যারিস ফ্যাশন সপ্তাহে নিক-প্রিয়াঙ্কা

দেশকণ্ঠ ডেস্ক : ফ্রান্সের প্যারিস ফ্যাশন সপ্তাহে অংশ নিয়ে সবার নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া। ৫ মার্চ ফ্যাশন গালায় এই অভিনেত্রীর পাশে ছিলেন তার স্বামী মার্কিন গায়ক নিক জোনাস।
 
ফ্যাশন উইকের আসরে এই দম্পতির বেশ কয়েকটি ছবি এবং ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে ৷ যেখানে নিক এবং প্রিয়াঙ্কার কেতাদুরস্ত ফ্যাশনের পাশাপাশি চোখে পড়েছে তাদের সম্পর্কের রসায়নও। প্যারিস ফ্যাশন সপ্তাহ ২০২৩-এর জন্য প্রিয়াঙ্কা একটি ডিপ নেকলাইনের উজ্জ্বল গোলাপি কাফতানের মতো পোশাক বেছে নিয়েছিলেন। আর নিকের পরনে ছিল ধূসর থ্রি পিস স্যুট। প্যারিস ফ্যাশন সপ্তাহে যেন তারা ছিলেন একে অপরের পরিপূরক।
 
ভ্যালেন্টিনো উইমেনসওয়্যার ফল উইন্টার ২০২৩-২০২৪-এর শোতে নিক এবং প্রিয়াঙ্কার রসায়ন তাদের লাইমলাইটে নিয়ে আসে। ইভেন্টের ছবিগুলোতে দুজনকে সবসময় একে-অপরের সঙ্গ দিতে দেখা গেছে যা সত্যিই অসাধারণ৷ অনুষ্ঠানে পৌঁছানো থেকে শুরু করে রেড কার্পেটে একসঙ্গে পোজ দিয়ে ছবি তোলা, মিডিয়ার সামনে নিজেদের আরও আকর্ষণীয় করে তোলা, সব ক্ষেত্রেই ধরা পড়েছে নিক-প্রিয়াঙ্কার সুন্দর সম্পর্কের রসায়ন ৷
 
একটি ছবিতে প্রিয়াঙ্কাকে হাসতে দেখা যাচ্ছে, কারণ নিক তার কোমর ধরে রাখার সময় তার কানে মজার কিছু কথা ফিসফিস করে বলছেন মনে হচ্ছে। ফ্যাশন সপ্তাহের আরেকটি ছবিতে দেখা যাচ্ছে যে, নিক আবেগঘন দৃষ্টিতে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে রয়েছেন ৷ প্রিয়াঙ্কার দৃষ্টিও নিকের দিকে ৷ প্রিয়াঙ্কা চোপড়াকে সামনে রোমান্টিক এবং কমেডি নির্ভর সিনেমা ‘লাভ এগেইন’ এ স্যাম হিউহানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে।
দেশকণ্ঠ/আসো
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।