• মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১২:২০    ঢাকা সময়: ২২:২০

আর্জেন্টিনা এখন ঢাকায়

দেশকন্ঠ প্রতিবেদন : বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা আর্জেন্টিনা ফুটবল দলের। মেসিরা ২০১১ সালে একবার বাংলাদেশে এসেছিলেন আবার তাদের আসা নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে আজ ঢাকায় পা রেখেছে আর্জেন্টিনা কাবাডি দল। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি ২০২৩ টুর্নামেন্টে অংশ নিতে আর্জেন্টিনা দল আজ সকালে ঢাকা পৌঁছেছে। অন অ্যারাইভাল ভিসা প্রক্রিয়া শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ল্যাটিন আমেরিকার দেশটি পল্টনস্থ হোটেলের উদ্দেশ্যে রওনা হবে। 
 
বঙ্গবন্ধু কাপ কাবাডির গত আসরেই আর্জেন্টিনার আসার কথা ছিল। কিছু সমস্যার কারণে গত আসরে না আসলেও এবার এসেছে বিশ্ব ফুটবলের চ্যাম্পিয়ন দেশটি। আজ কয়েক ঘন্টা পর চাইনিজ তাইপে পৌছানোর কথা। টুর্নামেন্টে অংশ নেয়া বিদেশি ১১ দলের মধ্যে আগামীকাল ৮ দল ও ১৪ মার্চ ইংল্যান্ডের আসার কথা। 
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।