• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৩:২৬    ঢাকা সময়: ২৩:২৬
বঙ্গবন্ধু কাপ কাবাডি

পোল্যান্ডকে উড়িয়ে শুভ সূচনা বাংলাদেশের

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন দারুণভাবে শুরু করেছে বাংলাদেশ। ১৩ মার্চ সোমবার পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ৫০-২২ পয়েন্টে শোচনীয়ভাবে হারিয়েছে পোল্যান্ডকে। প্রথমার্ধে বাংলাদেশ ১৮-১৪ পয়েন্টে এগিয়েছিল।
 
টুর্নামেন্টের হট ফেবারিট বাংলাদেশ ম্যাচটি ভালোভাবে শুরু করতে পারেনি। প্রথমার্ধের অধিকাংশ সময় লিডে ছিল অতিথি দলটিই। এমনকি ম্যাচের প্রথম লোনাটি পেয়েছিল তারাই। সময় যতো গড়িয়েছে বাংলাদেশ ততো গুছিয়ে উঠে ম্যাচে ফিরেছে। ১৮-১৪ লিড নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে আর পেছনে তাকাননি তুহিন তরফদাররা। চারটি লোনাসহ বিশাল পয়েন্টের ব্যবধানে ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার ম্যাচসেরা হয়েছেন।
 
ম্যাচের পর তুহিন তরফদার বলেন, ‘আমাদের শুরুটা একটু খারাপ হয়েছি। কারণ, নতুনরা ছোট ছোট ভুল করছিল। বিরতি সময় আমি তাদের বলেছি, আমি আছি। তোমরা ঠান্ডামাথায় খেলো। যে কারণে, দ্বিতীয়ার্ধে তারা ভুল শুধরিয়ে ভালো খেলতে থাকে।'

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।