• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৩:৫৬    ঢাকা সময়: ১৩:৫৬

যুক্তরাষ্ট্রের চেয়ে মেক্সিকো নিরাপদ: মেক্সিকান প্রেসিডেন্ট

দেশকন্ঠ প্রতিবেদন : যুক্তরাষ্ট্রের চেয়ে মেক্সিকো নিরাপদ দেশ হিসেবে দাবি করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট। স্থানীয় সময় সোমবার (১৩ মার্চ) তিনি এই দাবি করেন। চলতি মাসে মেক্সিকো সীমান্তের কাছে মারাত্মক এক অপহরণের ঘটনায় দুই আমেরিকানের প্রাণহানি এবং এর জেরে সৃষ্ট সমালোচনার জবাবে মেক্সিকান প্রেসিডেন্ট এদিন একথা বলেন। মঙ্গলবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকান শহর মাতামোরোসে গত ৩ মার্চ চার আমেরিকান নাগরিকের ওপর হামলা এবং সেখান থেকে তাদের অপহরণের ঘটনা মার্কিন মিডিয়া ফলাওভাবে কভার করে। এছাড়া এই ঘটনাটি মার্কিন রাজনীতিবিদদের, বিশেষ করে রিপাবলিকান পার্টির রাজনীতিকদের কাছ থেকে নিন্দার জন্ম দিয়েছে।
 
পরে মেক্সিকান কর্তৃপক্ষ অপহৃত আমেরিকানদের খুঁজে বের করতে বড় অভিযান শুরু করে এবং একপর্যায়ে অপহৃতদের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় পাঁচজন কথিত মেক্সিকান ড্রাগ কার্টেল সদস্যকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। রয়টার্স বলছে, মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর মার্কিন সরকারি নিরাপত্তা সতর্কতা প্রত্যাখ্যান করেছেন। মার্কিন ওই সতর্কতায় ভ্রমণের জন্য প্রতিবেশী দেশ মেক্সিকোকে একটি ঝুঁকিপূর্ণ জায়গা হিসাবে চিত্রিত করা হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে মার্কিন এই নিরাপত্তা সতর্কতা সম্পর্কে প্রশ্ন করা হলে মেক্সিকান এই প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের চেয়ে মেক্সিকো নিরাপদ দেশ। মেক্সিকোতে নিরাপদে ভ্রমণে কোনও সমস্যা নেই।’
 
লোপেজ ওব্রাডর বলেন, মার্কিন পর্যটক এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী মেক্সিকানরা জানেন এই দেশটি কতটা নিরাপদ। এসময় তিনি মেক্সিকোতে বসবাসকারী আমেরিকানদের সংখ্যার সাম্প্রতিক বৃদ্ধির দিকেও ইঙ্গিত করেন। এছাড়া গত বছর মেক্সিকোতে যাওয়া মার্কিন পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। তিনি নিরাপত্তা সতর্কতা সম্পর্কে নেতিবাচক প্রতিবেদনের জন্য রক্ষণশীল মার্কিন রাজনীতিবিদদের চালানো ‘মেক্সিকো-বিরোধী’ প্রচারণাকে দায়ী করেছেন। অবশ্য মেক্সিকোতে অবস্থিত মার্কিন দূতাবাস প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডরের মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানানোর অনুরোধে সাড়া দেয়নি। উল্লেখ্য, বিশ্বব্যাংক প্রকাশিত তথ্য অনুসারে, ২০২০ সালে মেক্সিকোতে হত্যার হার ছিল প্রতি এক লাখ জনে ২৮ জন। যা যুক্তরাষ্ট্রের তুলনায় চারগুণ বেশি। যদিও মেক্সিকোতে গত বছর হত্যাকাণ্ডের হার প্রায় ৭ শতাংশ কমেছে।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।