• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৫:২৪    ঢাকা সময়: ১৫:২৪

ইংল্যান্ডের বিপক্ষে নেপালের দুর্দান্ত জয়

দেশকণ্ঠ প্রতিবেদন : প্রথম ম্যাচে তীব্র লড়াই করে ইরাকের কাছে হেরে যাওয়া নেপাল বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেয়েছে। বুধবার ১৫ মার্চ পল্টনের শহীদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে নেপাল দুটি লোনাসহ ৩৯-২৪ পয়েন্টে হারিয়েছে ইংল্যান্ডকে। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন নেপালের ঘনশ্যাম রোকা মাগার।
 
ইংল্যান্ড আগেরদিন ৩৮-৩৫ পয়েন্টে পোল্যান্ডকে হারিয়েছিল। আর নেপাল ইরাকের কাছে হেরেছিল ৪৯-৪৮ পয়েন্টে। বৃহস্পতিবার নেপাল মোকাবেলা করবে টানা দুইবারের চ্যাম্পিয়ন ও স্বাগতিক বাংলাদেশকে। ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। তার আগে বিকেল ৩টায় ম্যাটে নামবে ইংল্যান্ড। তারা মোকাবেলা করবে শক্তিশালী ইরাকের।
 
দিনের দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় পেয়েছে ইরাক। তীব্র লড়াইয়ের পর তারা দুটি লোনাসহ ৩৮-৩১ পয়েন্টে হারিয়েছে পোল্যান্ডকে। দু’দলই জিততে মরিয়া ছিল। শেষ ১০ মিনিটে প্রাধান্য বিস্তার করে জয়ের হাসি হাসে ইরাক। ম্যাচসেরা হয়েছেন ইরাকের আরি সারি সবর আল-সাইদি।
 
টুর্নামেন্টে দ্বিতীয় জয় পেয়েছে থাইল্যান্ড। তারা ৪৭-৪২ পয়েন্টে হারিয়েছে গতবারের রানার্সআপ কেনিয়াকে। প্রথমার্ধে ২২-১৭ পয়েন্টে এগিয়ে ছিল থাইল্যান্ড। কেনিয়া প্রথম ম্যাচে চাইনিজ তাইপের কাছে পরাজিত হয়। টানা দুই হারে সেমিফাইনালে ওঠা অনেকটাই কঠিন করে ফেলল আফ্রিকান প্রতিনিধিরা।
 
এদিকে জিতেই চলেছে চাইনিজ তাইপে। ইন্দোনেশিয়াকে তার হারিয়েছে ৩৮-২২ পয়েন্টে। প্রথমার্ধে ১৩-১১ পয়েন্টে এগিয়ে ছিল তারা। দিনের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ৪৫-২৬ পয়েন্টে হারিয়ে জয়ে ফিরেছে শ্রীলংকা। প্রথমার্ধের খেলা ১৫-১৫ পয়েন্টে শেষ হয়।
দেশকণ্ঠ/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।