• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৬:২২    ঢাকা সময়: ১৬:২২

পাকিস্তানি জেনারেলদের প্রেতাত্মা এদেশে রয়ে গেছে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

দেশকন্ঠ প্রতিবেদক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম  মোজাম্মেল হক এমপি বলেছেন, পাকিস্তানি  জেনারেলরা পরাজিত হয়ে বাংলাদেশ থেকে চলে  গেছে কিন্তু তাদের  প্রেতাত্মা স্বাধীনতা বিরোধীরা এদেশে এখনো  রয়ে  গেছে । আজ রাজধানীর বাংলা একাডেমিতে ১৯৭১: গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর আয়োজিত 'বিদ্রোহী মার্চ' শীর্ষক  আলোচনা  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন ।মোজাম্মেল হক আরো বলেন,  স্বাধীনতা বিরোধীরা  পরাজয়ের গ্লানি এখনো ভুলতে পারেনি। তাই সুযোগ পেলেই পাকিস্তানের  প্রশংসা করতে কার্পণ্য করে না। এ জন্যই এখনও শোনা যায় এরা নাকি পাকিস্তান আমলে ভালো ছিল।  যারা বলে পাকিস্তান আমল  ভাল ছিল, ব্যালটের মাধ্যমে  তাদের রাজনৈতিক কবর রচনা করতে হবে।

বঙ্গবন্ধু অধ্যাপক ও  ১৯৭১:  গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের সভাপতি  মুনতাসীর মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন মানিক চৌধুরী, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির, বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সাধারণ সম্পাদক  ড. মুর্শিদা বিনতে রহমান  প্রমুখ । অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক শাহরিয়ার কবির রচিত 'আমার একাত্তর' ও 'আমাদের একাত্তর' শিরোনামে দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করেন৷
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।