• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৩:১৮    ঢাকা সময়: ২৩:১৮

প্যালেসকে উড়িয়ে দিল আর্সেনাল

দেশকন্ঠ প্রতিবেদন : ইউরোপা লিগে স্পোর্টিং লিসবনের কাছে টাইব্রেকারে হারের দুঃখ ভোলার একটাই পথ ছিল আর্সেনালের সামনে। সেটি আজ নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির সঙ্গে ৮ পয়েন্টের ব্যবধান নিশ্চিত করা। মিচেল আর্তেতার দল সেটিই করেছে। প্যালেসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে লিগ শিরোপা জয়ের পথে আরও খানিকটা এগিয়েছে। ম্যাচের ২৮ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে এগিয়ে যাওয়া আর্সেনালের পক্ষে জোড়া গোল পেয়েছেন বুকায়ো সাকা। অপর গোলটি গ্রানিথ শাকার। ক্রিস্টাল প্যালেসের পক্ষে গোল জেফরি স্ক্লুপের। এটি গত পাঁচ ম্যাচের মধ্যে ক্রিস্টাল প্যালেসের প্রথম গোল।
 
খেলার শুরু থেকেই আর্সেনালের দাপট ছিল। মার্তিনেল্লির গোলটি ছিল বুকায়ো সাকার পাস থেকে। এরপর ৪৩ মিনিটে সাকাই স্কোরলাইন ২-০ করেন বেন হোয়াইটের পাস থেকে। দ্বিতীয়ার্ধের দশম মিনিটেই ম্যাচের ভাগ্য নিজেদের পক্ষে নিয়ে নেয় আর্সেনাল। গ্রানিথ শাকার পা থেকে আসে আর্সেনালের তৃতীয় গোল। ৬০ মিনিটে ক্রিস্টাল প্যালেস ব্যবধান কমায় (৩-১) জেফরি স্ক্লুপের গোলে। ৭৪ মিনিটে সাকা এবারের প্রিমিয়ার লিগে নিজের ১২তম গোলটি করে আর্সেনালকে এগিয়ে দেন ৪-১ গোলে। বাকি সময় ক্রিস্টাল প্যালেস চেষ্টা করেছে, কিন্তু আর্সেনালের রক্ষণকে বিচলিত করতে পারেনি। ১৯ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে আছে দলটি। ২৮ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬৯। দ্বিতীয় স্থানে থাকা সিটি এক ম্যাচ কম খেলেছে যদিও। তাদের পয়েন্ট ৬১।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।