• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৬:৩৪    ঢাকা সময়: ১৬:৩৪

বর্ষবরণের প্রস্তুতি শুরু

দেশকন্ঠ প্রতিবেদন : বাংলা নববর্ষ ১৪৩০ বরণের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। গতকাল এ প্রস্তুতিপর্বের উদ্বোধন করেন শিল্পী রফিকুন নবী। প্রস্তুতিপর্বের আয়োজনের মধ্যে ছিল ছবি আঁকা ও ঢাকঢোলের বাদ্য বাজানো। প্রস্তুতিপর্বের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী রফিকুন নবী বললেন, প্রস্তুতিপর্বের মধ্য দিয়েই মূলত বাংলা বর্ষবরণের উৎসব শুরু হয়ে গেল। অনেকবার এ উৎসবের উদ্বোধন করেছি। প্রতিবারই সেই প্রথম শুরুর আনন্দ ফিরে পাই। 
 
এ বছর মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে নেতৃত্ব দিচ্ছেন চারুকলা অনুষদের ৬৮তম ব্যাচের শিক্ষার্থীরা। সরকারের পক্ষ থেকে এ আয়োজনে সম্পৃক্ততা থাকলেও চারুকলার শিক্ষার্থীরা চান নিজেদের মতো শিল্পকর্ম তৈরি করে সেসব বিক্রির মাধ্যমে আয়োজন করতে। বর্ষবরণের প্রস্তুতিপর্বের উদ্বোধনে সবাইকে মুড়ি-মুড়কি-খই-বাতাসা দিয়ে মিষ্টিমুখ করান শিক্ষার্থীরা। 
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।