• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৫:২৫    ঢাকা সময়: ১৫:২৫

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে ৯ চীনা নিহত

দেশকণ্ঠ ডেস্ক : মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের বাম্বারি অঞ্চলে একটি খনিতে সশস্ত্র হামলায় ৯ চীনা নাগরিক নিহত হয়েছে। স্থানীয় এক মেয়রের উদ্ধৃতি দিয়ে রোববার এএফপি এ কথা জানায়। নিহতরা শহর থেকে ২৫ কিলোমিটার দূরবর্তী ‘গোল্ড কোস্ট গ্রুপ’ পরিচালিত একটি সাইটের চীনা শ্রমিক ছিল উল্লেখ করে বামবারির মেয়র আবেল ম্যাচিপাতা এএফপি’কে বলেন, ‘আমরা ৯ জনের মৃতদেহ ও দু’জনকে আহতাবস্থায় উদ্ধার করেছি।’ 
 
তিনি আরো বলেন, ভোর ৫টার দিকে সশস্ত্র ব্যক্তিরা এ হামলা চালায়। স্থানীয় একটি নিরাপত্তা সূত্র হতাহতদের সংখ্যা ও জাতীয়তা নিশ্চিত করেছে। চীনা দূতাবাসের সঙ্গে এএফপি যোগাযোগ করলে দূতাবাস তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। স্থানীয় কর্তৃপক্ষ হামলার বিস্তারিত বিবরণ দেয়নি। কেউ হামলার দায় স্বীকার করেনি। একজন এএফপি’র সাংবাদিক জানান, নিহতদের মৃতদেহ বানগুইয়ের একটি হাসপাতালে পাঠানো করা হয়েছে। চীনা রাষ্ট্রদূত লি কিনফেং ও সিএআর পররাষ্ট্রমন্ত্রী সিলভি বাইপো টেমন সেখানে উপস্থিত ছিলেন।
 
২০১৩ সালে মুসলিম সশস্ত্র গোষ্ঠী কর্তৃক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া বোজিজের ক্ষমতাচ্যুতির পর থেকে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে গৃহযুদ্ধ শুরু হয়।
দেশকণ্ঠ/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।