• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১০:১৩    ঢাকা সময়: ২০:১৩

দাঁতের সুরক্ষায় যত্নবান হওয়া জরুরি

দেশকন্ঠ ডেস্ক : দাঁতের মাধ্যমেই খাদ্য গ্রহণ প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু। তাই দাঁতের সুরক্ষায় যত্নবান হওয়া জরুরি। ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে ২০২৩ উপলক্ষে তাই ‘ফ্রি ডেন্টাল ক্যাম্প’ আয়োজন করেছে পেপসোডেন্ট এবং সেনসিটিভ এক্সপার্ট।আত্মবিশ্বাসী হাসি ধরে রাখতে দাঁতকে ভালো রাখাটা খুব জরুরি। নিয়মিত দুই বেলা দাঁত ব্রাশ যেমন প্রয়োজনীয়, ঠিক তেমনই নিয়মিত ডেন্টাল চেকআপ দাঁতকে সুস্থ রাখতে সাহায্য করে।দাঁতের যত্নে গুরুত্ব দেয়ার পাশাপাশি রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৩ সাল থেকে প্রতিবছর বিশ্বের প্রায় সবদেশে ২০ মার্চ পালিত হয় ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে।প্রতিবছরের মতো এবারও ঢাকাসহ ৩০ জেলায় ১ মাসব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প আয়োজন করেছে ‘পেপসোডেন্ট’ এবং ‘সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট’। ১১ ফ্রেব্রুয়ারি শুরু হওয়া এই ক্যাম্প শেষ হচ্ছে আজ ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে-তে।

এরইমধ্যে ৭ লাখ ৬৫ হাজার ৮শ’ জন ফ্রি ডেন্টাল ক্যাম্পের মাধ্যমে দাঁতের সমস্যার পরামর্শ নিয়েছেন বিশেষজ্ঞ ডেন্টিস্টদের কাছ থেকে। লক্ষ্য প্রায় ১০ লাখ মানুষের কাছে ফ্রি ডেন্টাল কেয়ার পৌঁছে দেয়া। দেশজুড়ে তাই ৩৩০টি ক্যাম্পে ৩ হাজার ৫শ’ ৭৪ জন সার্টিফাইড ডেন্টিস্টরা প্রতিনিয়ত কাজ করে আসছেন।২০১৮ সাল থেকে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি-বিডিএস সার্টিফাইড ডেন্টিস্টদের সহযোগিতায় প্রায় ৪০ লাখ মানুষকে ফ্রি ডেন্টাল কেয়ার পৌঁছে দিয়েছে ‘পেপসোডেন্ট এবং সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট’।দাঁতের সুরক্ষায় প্রতি ৬ মাস পর পর ডেন্টিস্টের পরামর্শ নেওয়া দরকার বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা।ভুয়া ডাক্তারের কাছে চিকিৎসা নিলে মারাত্মক রোগের আশঙ্কা থাকে, তাই দাঁতের সুরক্ষায় একজন বিডিএস ডিগ্রিধারী ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।মানসম্মত টুথপেস্ট ও ব্রাশের ব্যবহার এবং চিকিৎসকের পরামর্শ দাঁতকে দীর্ঘ দিন সুস্থ রাখবে বলে জানান বিশেষজ্ঞরা।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।