দেশকন্ঠ ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। দীর্ঘদিন অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। তবে এবার সেই বিরতি ভেঙে দক্ষিণী সিনেমায় চমক নিয়ে ফিরছেন শিল্পা। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে তার অভিনীত সিনেমার ফার্স্টলুক। ‘কে ডি: দ্য ডেভিল’ সিনেমাটিতে ধ্রুব সারজার সঙ্গে পর্দায় দেখা যাবে শিল্পাকে। এতে তার চরিত্রের নাম সত্যবতী। ওই ছবিতে দেখা যায়, ভিনটেজ গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন তন্বী শিল্পা। তার পরনে রয়েছে একটি রেট্রো শাড়ি। কাঁধ থেকে ঝুলছে লম্বা বেণী। সেই সঙ্গে চোখে পরেছেন পুরনো আমলের একটি সানগ্লাস।
নিজের লুকটি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন রাজ কুন্দ্রার ঘরনি। ক্যাপশনে লিখেছেন, এই শুভ দিনে আমি আপনাদের সঙ্গে কেডির যুদ্ধক্ষেত্রের এক নতুন চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। ওর নাম সত্যবতী। দুটো সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ লড়াই হয়। আর সেই সব যুদ্ধেই একজন সত্যবতীর প্রয়োজন আছে। নতুন এই চরিত্র নিয়ে ভীষণ উৎসাহী আমি।
এদিকে ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার বিষয়ে এখনই খুব বেশি তথ্য প্রকাশ করেননি নির্মাতারা। তবে একটি সূত্রের দাবি, সত্তর দশকের বেঙ্গালুরুর একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে এই সিনেমা। শিল্পা শেঠি ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। সবকিছু ঠিকঠাক থাকলে, চলতি বছরেই মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন এর নির্মাতারা।
দেশকন্ঠ/এআর
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।