দেশকন্ঠ ডেস্ক : আওয়ামী লীগ সরকার থাকলে দেশের একটি উপজেলাতেও গৃহহীন-ভূমিহীন মানুষ থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রায় ৪০ হাজার গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরের পর যারা ক্ষমতায় এসেছে তারা শুধু নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। জনকল্যাণে কোনো কাজ করেনি। দেশে গৃহহীন-ভূমিহীনদের জন্য ঘর নির্মাণের কাজ শুরু হয় ১৯৯৬ সালে। তবে ২০০১ সালে বিএনপি সরকার সেসব কাজ বন্ধ করে দেয়। ২০০৯ এ আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় আসার পর আশ্রয়ণ প্রকল্প নিয়ে নিয়ে কাজ শুরু করে। এরইমধ্যে ৫ লাখ ৫৪ হাজারের বেশি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। পদ্মা সেতু, পায়রাবন্দর নির্মাণসহ প্রতিটি প্রকল্পের জন্য যাদের জায়গা নেয়া হয়েছে তাদের সবাইকে ঘর নির্মাণ করে আশ্রয় দেয়া হয়েছে।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষতায় এসেছে মানুষের উন্নয়নে কাজ করেছে। দেশে কেউ গৃহহীন ভূমিহীন থাকবে না বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী দেশের ১৫৯টি উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন।প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষতায় এসেছে মানুষের উন্নয়নে কাজ করেছে। এসময় চতুর্থ পর্যায়ে ৩৯ হাজার ৩৬৫টি ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।
দেশকন্ঠ/এআর
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।