• মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ২০:২৬    ঢাকা সময়: ০৬:২৬

মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাবলেট কম্পিউটার পাচ্ছে ১ হাজার ৫৯৩ শিক্ষার্থী

  • শিক্ষা       
  • ২৬ মার্চ, ২০২৩       
  • ৬৬
  •       
  • ২১:৪১:০২

দেশকন্ঠ প্রতিবেদক : মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাবলেট কম্পিউটার পাচ্ছে ১ হাজার ৫শ’৯৩ শিক্ষার্থী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আওতাধীন জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পে ব্যবহৃত ১ হাজার ৫শ’৯৩টি ট্যাবলেট কম্পিউটার পাচ্ছে শিক্ষার্থীরা। জেলার ১২৮টি প্রতিষ্ঠানের  নবম ও দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মেধাস্থান অধিকারী শিক্ষার্থীদের এই ডিভাইজটি দেয়া হয়।  

রোববার লৌহজং উপজেলা পরিষদ মিলনতায়নে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ৩৬ জন শিক্ষার্থীর মধ্যে ট্যাবলেট কম্পিউটার বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। একইদিন জেলার ৫টি উপজেলায় নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে ২৪টি করে ট্যাবলেট কম্পিউটার দেয়া হয়। পর্যায়ক্রমে বাকি ট্যাবলেট কম্পিউটার বিতরণ করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানাগেছে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।