• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৫:২৩    ঢাকা সময়: ১৫:২৩
ধ্বংস হয়ে গেছে পুরো শহর মৃত্যু বেড়ে ২৬

মিসিসিপিতে ১০ মিনিটের টর্নেডো

দেশকণ্ঠ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিসিসিপি ও আলবামা অঙ্গরাজ্যে ভয়ংকর ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে পুরো এক শহর। মৃতু হয়েছে অন্তত ২৬ জনের। বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
 
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, টর্নেডোর আঘাতে গাছ ও বিদ্যুতের লাইন ভেঙে যায় এবং বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। আরও কয়েকটি দক্ষিণ রাজ্যে শক্তিশালী ঝড় হওয়ার সম্ভাবনা আছে। রাজ্যের বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।
 
বিবিসি জানিয়েছে, ওই এলাকায় কাঠের ফ্রেমগুলো টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে। ওয়াশিং মেশিন উল্টে আছে।  ধ্বংসস্তূপের মধ্যে রয়েছে খেলনার মতো ছুঁড়ে ফেলা যানবাহন। বাচ্চাদের খেলনাও যেখানে-সেখানে পড়ে আছে। জীবনের অন্যান্য চিহ্নও রয়েছে। টর্নেডো মাত্র পাঁচ থেকে ১০ মিনিট স্থায়ী হয়েছিল বলে জানিছেন স্থানীয়রা। মিসিসিপি রাজ্যের গভর্নর টেট রিভস শনিবার সিলভার সিটি এবং উইনোনা পরিদর্শন করেছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সাথে দেখা করেছেন।
দেশকণ্ঠ/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।