• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৩:৩৬    ঢাকা সময়: ১৩:৩৬

রাশিয়ার হাতে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার মতো অস্ত্র আছে : মস্কো

দেশকণ্ঠ ডেস্ক : রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে যুক্তরাষ্ট্রসহ যেকোনো শত্রুকে ধ্বংস করার মতো অস্ত্র মস্কোর হাতে রয়েছে। রাশিয়ার একটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাতরুশেভ।
 
রাশিয়ার এই কর্মকর্তা ২৭ মার্চ সোমবার বলেন, ‘নিজেদের মিথ্যা প্রচারণার ফাঁদে পড়ে মার্কিন রাজনীতিকেরা এখনো বিশ্বাস করেন, রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালে তাঁদের এমন ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা রয়েছে যে এরপর মস্কোর জবাব দেওয়ার মতো অবস্থা থাকবে না। এটা একটি বোকামি ও ভয়াবহ বিষয়।’
 
নিকোলাই পাতরুশেভ আরও বলেন, ‘রাশিয়া ধৈর্য ধরে থাকে এবং সামরিকভাবে নিজেদের এগিয়ে থাকা নিয়ে কাউকে ভয় দেখায় না। তবে রাশিয়ার অস্তিত্ব যদি হুমকির মুখে পড়ে, তাহলে আমাদের হাতে বিশেষ আধুনিক অস্ত্র রয়েছে, যেগুলো যুক্তরাষ্ট্রসহ যেকোনো শত্রুকে ধ্বংস করে দিতে পারে।’
 
পুতিনের পরিকল্পনা বদলাবে না
এদিকে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার সমালোচনা করেছে পশ্চিমা দেশগুলো। তবে এ সমালোচনায় রুশ প্রেসিডেন্টের পরিকল্পনায় কোনো বদল আসবে না বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন, ‘এ ধরনের প্রতিক্রিয়ায় অবশ্যই রাশিয়ার পরিকল্পনায় কোনো প্রভাব ফেলবে না।’
 
গত শনিবার প্রতিবেশী ও মিত্রদেশ বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দেন পুতিন। তাঁর এ ঘোষণার নিন্দা জানিয়েছে পশ্চিমা দেশগুলো। আর সামরিক জোট ন্যাটো রুশ প্রেসিডেন্টের এ ঘোষণাকে ‘ভয়ংকর ও দায়িত্বহীন’ বলে আখ্যা দিয়েছে।
দেশকণ্ঠ/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।