• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৪:০২    ঢাকা সময়: ১৪:০২

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

দেশকন্ঠ ডেস্ক : পৃথক ৭টি মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার ইসলামাবাদ হাইকোর্ট সাবেক প্রধানমন্ত্রীকে সাত মামলায় ৬ এপ্রিল পর্যন্ত জামিন দেন। মামলার শুনানি করেন হাইকোর্টের প্রধান বিচারপতি আমীর ফারুকের নেতৃত্বাধীন একটি বেঞ্চ।
 
২৭ মার্চ সকালে লাহোর থেকে ইসলামাবাদে এসে পৌঁছান ইমরান খান। এরপর তিনি আদালতে হাজির হন। ইসলামাবাদে তাঁর নামে হওয়া মামলায় আগাম জামিনের আবেদন করেন তিনি। ইমরান খান মোট ৭টি মামলায় আগাম জামিন চাইলে আদালত সব কটি মামলায় তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।  
 
আদালতে শুনানির শুরুতে ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার আদালতকে বলেন, ইমরান খানকে যদি গ্রেপ্তার করা হতো, তাহলে অপূরণীয় ক্ষতি হতো। তিনি যুক্তি তুলে ধরে বলেন, ‘এ ছাড়া পাকিস্তানের একক বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান হওয়ায় এমন আশঙ্কা আছে যে ইমরান খানের রাজনৈতিক প্রতিপক্ষ ও বিরোধীরা তাদের ঘৃণ্য পরিকল্পনা ও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আরও এগিয়ে নিতে সক্ষম হবে, যদি আবেদনকারীকে গ্রেপ্তার-পূর্ব জামিন না দেওয়া হয়।’
 
এর আগে পিটিআই টুইটারে একটি ভিডিও পোস্ট করে। তাতে দেখা যায়, ইমরান খান নিজের গাড়িতে করে আদালত ভবনে যাচ্ছেন। এ সময় তাঁর গাড়িটি ঘিরে ছিলেন ইসলামাবাদ পুলিশের কয়েক ডজন সদস্য। এরপর আদালত ভবনের সামনে গাড়ি থেকে নেমে ইমরান খান একটি বুলেটপ্রুফ জ্যাকেট পরে ভেতরে যান।
দেশকণ্ঠ/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।