• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২২:৩০    ঢাকা সময়: ০৮:৩০

হাজীগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে তছনছ ২০ বসতঘর

দেশকন্ঠ প্রতিবেদন : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় কালবৈশাখীর তাণ্ডবে ২০টি বসতঘর তছনছ হয়ে গেছে। এছাড়া বৈদ্যুতিক সংযোগসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী এ তাণ্ডব চালায়। স্থানীয়রা জানান, ঝড়ে গাছপালা ভেঙে পড়ে উপজেলার রায়চোঁ, রান্ধুনীমুড়া ও আড়াখাল গ্রামের ধীরেন্দ্র সাহা বাড়ির জয়দেব, কে আর সাহা, দুলা মিয়া বেপারী বাড়ির মোস্তফা মিয়া ও আলী আকবর, বঞ্জের বাড়ির সোহেল, জমিরা বাড়ির শুকুর আলী, রান্ধুনীমুড়া গ্রামের সুমন ও দাইমুদ্দিনসহ অন্য বাসিন্দাদের প্রায় ২০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া বৈদ্যুতিক সংযোগসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
 
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাজেদুল কবির জোয়াদার বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় ভেঙে পড়া গাছপালা সরিয়ে দেওয়া হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ে গাছপালা ও প্রায়  ২০-২৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে উপজেলা প্রকল্প কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।  
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।