• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২৩:০২    ঢাকা সময়: ০৯:০২

একটি স্লিপার বসলেই পদ্মা সেতুতে চলবে ট্রেন

দেশকন্ঠ প্রতিবেদন : পদ্মা সেতুতে রেললাইন নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। মাত্র একটি স্লিপার বসানো হলেই পদ্মা সেতুতে ৬ হাজার ১৫০ মিটার দীর্ঘ রেলপথের কাজ শতভাগ সম্পন্ন হবে। এরপরেই দ্বিতল পদ্মা সেতুর নিচতলা দিয়ে ট্রেন চলাচল শুরু হবে। এরইমধ্যে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে রেলপথ মন্ত্রণালয়।
 
জানা গেছে, ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেললাইনটি ২ ভাগে ভাগ করে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। এর মধ্যে ঢাকা থেকে মাওয়া অংশের কাজ শেষ হয়েছে প্রায় ৭৫ শতাংশ এবং মাওয়া থেকে ভাঙ্গা অংশের কাজ শেষ হয়েছে প্রায় ৯১ শতাংশ। মাওয়া থেকে ভাঙ্গা অংশের স্টেশন এলাকায় মূললাইন বসানো হলেও সামান্য কিছু কাজ বাকি আছে। এই লাইন দিয়েই চালানো যাবে পরীক্ষামূলক ট্রেন।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।