• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১২:৩০    ঢাকা সময়: ২২:৩০

পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ বাংলাদেশে

দেশকণ্ঠ ডেস্ক : ভারত-পাকিস্তান দ্বন্দ্বে ‘হাইব্রিড মডেল’ নিয়ে কাজ করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। একই সমস্যার মুখে পড়ে একই ভাবনা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। শেষ পর্যন্ত যদি কার্যকর হয় নতুন প্রস্তাবিত মডেল, তা হলে ২০২৩ বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো হবে বাংলাদেশে! ২৯ মার্চ  ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।
 
ওই প্রতিবেদন বলা হয়েছে, এসিসির ‘হাইব্রিড মডেল’ অনুযায়ী সামনের সেপ্টেম্বরে এশিয়া কাপ হবে পাকিস্তানে। ভারত তাদের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। যদি রোহিত শর্মারা ফাইনালে পৌঁছে যান, তা হলে ভারত-পাকিস্তান ম্যাচের পাশাপাশি শিরোপার লড়াইও নিরপেক্ষ ভেন্যুতে হবে। এসিসির এই প্রস্তাব নাকি গ্রহণ করেছে বিসিসিআই। আইসিসিও তাই একইরকম ভাবছে।
 
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগেই ঘোষণা দিয়েছে, ভারত তাদের দেশে এশিয়া কাপ না খেললে তারা অক্টোবর-নভেম্বরে সেখানে ওয়ানডে বিশ্বকাপ খেলবে না। দুই বোর্ডের মুখোমুখি অবস্থানে এশিয়া কাপ মডেলটিকে বিকল্প হিসেবে দেখছে আইসিসি এবং গত সপ্তাহে এ নিয়ে আলোচনাও হয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থার বৈঠকে। জানিয়েছে ক্রিকইনফো।
 
সংবাদমাধ্যমটি আরও জানায়, এশিয়া কাপের বিকল্প ভেন্যু হিসেবে শোনা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত, ওমান, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের কথা। তবে বিশ্বকাপে নিরপেক্ষ ভেন্যু হতে পারে বাংলাদেশ। যেহেতু ভারতের প্রতিবেশী লাল-সবুজ দেশ, তাই লজিস্টিক সাপোর্ট বড় কোনো বাধার কারণ হয়ে দাঁড়াবে না।
দেশকণ্ঠ/আসো
 

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।