দেশকন্ঠ ডেস্ক : ‘বিশ্বাস’ ও ‘তুই কাঁদলে আকাশ কাঁদে’ নামের দুটি গানের শুটিং শেষ করেছে তরুণ নির্মাতা সূর্য আহমেদ মিঠুন। মুন্সীগঞ্জ ও মেঘনা নদীর অপুরূপ সুন্দর পরিবেশে গান দুটির চিত্রায়ন হয়েছে। দুটি গানে কণ্ঠ দিয়েছেন সানি নভো। ‘তুই কাঁদলে আকাশ কাঁদে’ গানের গীতিকার লিটন ঘোষ জয়, সুর করেছেন পার্থ মজুমদার এবং ‘বিশ্বাস’ গানের গীতিকার সূর্য আহমেদ মিঠুন, সুর করেছেন পার্থ মজুমদার ও সানি নভো।
দুটি গানেরই মিউজিক করেছেন পার্থ মজুমদার। মডেল হিসেবে কাজ করেছেন মোহাম্মদ আশফাক রানা, জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা, জেবা জান্নাত ও সানি নভো। চিএগ্রাহক ছিলেন বিকাশ শাহ। সহকারী পরিচালক হিসেবে ছিলেন আমিনুল ইসলাম মিলন ও রোমান হাসনাত। গানগুলো নিয়ে নির্মাতা সূর্য আহমেদ মিঠুন বলেন, আমাদের মূল উদ্দেশ্য শুধু দর্শকদের বিনোদন দেয়া নয়, দর্শকের বাস্তব জীবনের গল্পগুলো আমরা লেখক ও নির্মাতা পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করি সব সময়। তেমনি দর্শকের মন ছুঁয়ে যাওয়ার মত দুটি গল্প নিয়ে দুটি গান নির্মাণ করেছি যা দেখে দর্শক পজেটিভ কিছু শিখবে এবং তাদের মন ছুঁয়ে যাবে আশা করছি ।
গানগুলোর প্রযোজক সানি নভো বলেন, আমরা দর্শকের কথা মাথায় রেখেই কাজগুলো করেছি এবং দর্শকদের ভালো লাগলেই আমাদের পুরো টিমের স্বার্থকতা। আর এই দুটি গান ভালোভাবে দর্শক গ্রহণ করলে ভবিষ্যতে আরো নতুন নতুন কাজ করার উৎস জাগবে। গান ২টির শেষ মুহূর্তের ভিডিও এডিটিং এর কাজ চলছে। খুব শীঘ্রই গান দুটি বাজারে আসবে বলে জানিয়েছেন নির্মাতা ও কণ্ঠশিল্পী।
দেশকন্ঠ/এআর
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।